পানাগড়, 5 অগাস্ট : আসানসোলের পর এবার পানাগড়ে কোরোনায় আক্রান্ত হলেন এক দমকল কর্মী । কোরোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছেন তাঁরা । বাজারহাট, জনবহুল এলাকা, অফিস-আদালত জীবাণুমুক্ত করার কাজে দেখা যাচ্ছে তাঁদের ।
পানাগড়ে কোরোনায় আক্রান্ত দমকলকর্মী - Covid positive case at panagarh fire station
পানাগড় ফায়ার স্টেশনের একদম কর্মী কোরোনায় আক্রান্ত । দুর্গাপুর কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ।
1 Covid positive case at panagarh fire station
31 জুলাই পানাগড় দমকলকেন্দ্রের প্রত্যেক কর্মীদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় । গতকাল তাঁদের মধ্যে একজনের রিপোর্ট পজ়িটিভ আসে । কোরোনায় আক্রান্ত ওই দমকলকর্মী এখন দুর্গাপুর কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন ।
ইতিমধ্যেই আসানসোল দমকলকেন্দ্রের চার দমকল কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছে ।