আসানসোল, 13 জুলাই : আসানসোলে এক মিষ্টির দোকানে অগ্নিকাণ্ড, দগ্ধ এক কর্মী ৷ সোমবার রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কোর্ট মোড় এলাকায় একটি অভিজাত মিষ্টির দোকানে হঠাৎ আগুন লেগে যায় । আগুন ছড়িয়ে পড়ে দোকানের বিভিন্ন অংশে ৷ খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
প্রত্যক্ষদর্শীদের মতে দোকান বন্ধ করার সময় গ্যাসের পাইপ থেকেই এই আগুন লাগে । গ্যাসের সামনে দাঁড়িয়েছিলেন দোকানের এক কর্মী । তিনি অগ্নিদগ্ধ হন । তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় 90 শতাংশ দগ্ধ হয়েছেন ওই কর্মী । তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ৷
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক উত্তেজনা ছড়ায় কোর্ট মোড় এলাকায় । অগ্নিদগ্ধ কর্মীর পরিবারের লোকেরা এবং স্থানীয় বাসিন্দারা মিষ্টির দোকানের মালিককে মারধর করে বলে অভিযোগ । ঘটনাস্থানে যান স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর ববিতা দাস ৷ তাঁর সঙ্গেও স্থানীয় বাসিন্দারা বচসায় জড়িয়ে পড়ে বলে অভিযাগ ৷
আসানসোলে মিষ্টির দোকানে আগুন আরও পড়ুন : চুরি হয়েছে পিতলের রথ, ভিক্ষা করেই রথ উৎসব মানিকেশ্বরে
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে এই মিষ্টির দোকানটি চালানো হচ্ছিল এবং দোকানে কোনও অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না । ববিতা দাস জানিয়েছেন বিষয়টি পৌরনিগমের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের দৃষ্টিগোচর এনে তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন ।