পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fire Breaks out at Food Shop: আসানসোলে খাবারের দোকানে আগুন, স্থানীয়দের চেষ্টায় বড় বিপদ থেকে রক্ষা - খাবারের দোকানে অগ্নিকাণ্ড

আসানসোল বাজার এলাকার ধর্মশালা গলিতে খাবারের দোকানে অগ্নিকাণ্ড ৷ এক ঘণ্টার চেষ্টায় দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ প্রাণহানির ঘটনা ঘটেনি ৷

Etv Bharat
খাবারের দোকানে আগুন

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 3:23 PM IST

Updated : Oct 12, 2023, 5:26 PM IST

আসানসোলে খাবারের দোকানে আগুন

আসানসোল,12 অক্টোবর:ভস্মীভূত খাবারের দোকন ৷ তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ বুধবার আসানসোল বাজার এলাকার গভীর রাতের ঘটনা ৷ তবে কীভাবে আগুন লাগল তা জানা যায়নি ৷

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে আসানসোল বাজার এলাকার ধর্মশালা গলিতে একটি খাবারের দোকানে আগুন লাগে । স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন দেখতে পান এবং তাঁরা আগুন নেভাতে তৎপর হন । যে জায়গায় আগুন লেগেছিল তার আশেপাশে ঘিঞ্জি জনবসতি ও একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে । বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই স্থানীয়রাই দমকলে খবর দেয় ৷ খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল । দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে । যদিও তার আগেই বাসিন্দারা আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা করছিলেন । দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টাই সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে । কীভাবে এই আগুন লাগল এখনও পর্যন্ত তা জানা যায়নি। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দোকানের মধ্যে ছিল একটি গ্যাস সিলিন্ডার। আগুনের গ্রাসে এসে সেটি বিস্ফোরণ হলে আরও বড় ধরনের বিপদ ঘটে যেতে পারত। স্থানীয় বাসিন্দারাই সিলিন্ডারটিকে সাবধানতার সঙ্গে দোকান থেকে বের করে আনেন ।

আরও পড়ুন:আতসবাজির গোডাউনে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে 14, আর্থিক সাহায্যের ঘোষণা উপমুখ্যমন্ত্রীর

দোকান মালিক যাদব রায় বলেন, "প্রতিদিনই দোকান বন্ধ করে যাওয়ার সময় আমি গ্যাস সিলিন্ডারটি বন্ধ করে যাই । সেখান থেকে আগুন লাগার কোনও সম্ভাবনা নেই । তবে আগুন কি ক'রে লাগল আমি বুঝতে পারছি না । এই অগ্নিকাণ্ডে সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ বহু টাকার ক্ষতি হয়েছে ।" কিভাবে আগুন লাগল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Oct 12, 2023, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details