দুর্গাপুর, ১৮ মার্চ : তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল BJP কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ফরিদপুর থানার পাঠশাওড়া গ্রামের।
তৃণমূল কর্মীর বাড়িতে আগুন, অভিযুক্ত BJP - HOUSE
তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল BJP কর্মীদের বিরুদ্ধে।
গতরাতে সাধনী বাগদি নামে ওই তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগে। সাধনী বলেন, "এলাকার BJP নেতা বলে পরিচিত বিপ্লব গড়াই ও নিত্যানন্দ গড়াই আগুন লাগার ঘটনার সাথে জড়িত।" স্থানীয় তৃণমূল নেতা স্বাধীন সৌ বলেন, "গতকাল রাতে রহস্যজনকভাবে সাধনী বাগদির বাড়িতে আগুন লাগে। সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।" দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায়। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের চেষ্টায় আগুন নেভানো হয়।
অন্যদিকে নিত্যানন্দ ও বিপ্লব গড়াই বলেন, "আগুন লাগার ঘটনায় আমাদের হাত নেই। বরং তৃণমূলের লোকজনই এসব করেছে।" বিপ্লব বলেন, "শাসকদলে লোক সংখ্যা কমেছে। তাই নানা ভাবে চক্রান্ত করে BJP-কে ফাঁসানোর চেষ্টা চলছে।"