আসানসোল, 26 জুলাই: রবিবার সন্ধ্যায় আসানসোলের ধাদকা র্যাকিট কোলম্যান এলাকার রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোলেরো গাড়ি-সহ চালক পাথর খাদানের গভীর জলে তলিয়ে গিয়েছিল (Missing Driver Body Recovered)। পরে ওই খাদানের জলেই গাড়িটির লগ বুক পাওয়া যায় । এরপরেই নিশ্চিত হয়ে উদ্ধার কাজ শুরু হয় । সোমবার বিকেলে জলে ডুবে যাওয়া গাড়িটির সন্ধান মেলে । এরপরে ক্রেনের সাহায্য নিয়ে সেই গাড়িটি তোলা হয় । মঙ্গলবার সকালে এনডিআরএফের উদ্ধারকারী দল ওই বোলেরোর চালক সুনীল হাঁসদার দেহ উদ্ধার করে ।
প্রসঙ্গত, সিএমপিডিআই-এর গাড়ি চালক সুনীল হাঁসদা রবিবার রাতে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল স্টেশন যাওয়ার উদ্দেশে । কিন্তু তারপর থেকে আর খোঁজ ছিল না সুনীলের । সোমবার বিকেলে একটি পাথর খাদান থেকে উদ্ধার হয় সুনীলের গাড়িটি । যদিও সুনীলের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি সোমবার ।