পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vandalism at Jamuria : মাংস কেনাকে কেন্দ্র করে বচসা, ভাঙচুর ; উত্তপ্ত জামুড়িয়া - Vandalism at Jamuria

মাংসের দাম নিয়ে বচসা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তুমুল অশান্তি জামুড়িয়ার কেন্দা এলাকায় ৷ এক বেসরকারি কারখানার নিরাপত্তারক্ষীর সঙ্গে মাংসের দোকানে তর্কাতর্কিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় ৷ সেই ঘটনাকে কেন্দ্র করেই স্থানীয়রা আজ সকালে ওই কারখানায় হামলা চালায় ৷

fights-between-locals-and-factory-security-guard-in-jamuria-asansol
মাংস কেনাকে কেন্দ্র করে বচসা, ভাঙচুর, উত্তপ্ত হয়ে উঠল জামুড়িয়া

By

Published : Sep 9, 2021, 2:02 PM IST

জামুড়িয়া, 9 সেপ্টেম্বর : মাংস কেনাকে কেন্দ্র করে বচসা এবং সেই বচসাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল জামুড়িয়ার কেন্দা ৷ স্থানীয় এক বেসরকারি কারখানার শ্রমিকদের অস্থায়ী বাড়িঘরে ভাঙচুর চালালো স্থানীয়রা ৷ যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে জামুড়িয়া ৷ পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ৷

জানা গিয়েছে, ওই বেসরকারি কারখানার এক নিরাপত্তারক্ষী বুধবার রাত এগারোটা নাগাদ মদ্যপ অবস্থায় মাংসের দোকানে যান ৷ সেখানে মাংসের দাম নিয়ে দোকানদারের সঙ্গে তাঁর বচসা হয় ৷ অভিযোগ দোকানদারকে ওই নিরাপত্তারক্ষী গালাগালি দেয় ৷ যে ঘটনার জেরে রাতেই স্থানীয় কয়েকজনকে নিয়ে কারখানায় যায় ওই মাংস বিক্রেতা ৷ অভিযোগ সেখানে দুই তরফে ব্যাপক তর্কাতর্কি হয় ৷ তখনই কারখানার নিরাপত্তারক্ষী ও তাঁর বাকি সঙ্গীরা মিলে হামলা চালায় স্থানীয়দের উপরে ৷ বেশ কয়েকজনকে মারধরও করা হয় ৷

আরও পড়ুন : West Bengal BJP MLA : 61 বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে, নবান্নকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের

রাতে সবাই ফিরে এলেও, আজ সকালে স্থানীয় লোকজন ভিড় করে ওই বেসরকারি কারখানার সামনে ৷ লাঠি, বাঁশ নিয়ে হামলা চালায় ওই কারখানায় ৷ সেখানে শ্রমিকদের জন্য তৈরি করা অস্থায়ী ঘরে ভাঙচুর চালানো হয় ৷ বেশ কয়েকজনকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে জামুড়িয়ার শিল্পতালুক ৷ খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ সেখানে যায় ৷ কিন্তু, স্থানীয়দের শান্ত করতে রীতিমতো হিমশিম খেতে হয় তাঁদের ৷ এর পর আরও বাহিনী নিয়ে আসা হয় ৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকা থমথমে হয়ে রয়েছে ৷ পুলিশ পিকেট বসানো হয়েছে ৷ চলছে পুলিশের টহলদারিও ৷

মাংস কেনাকে কেন্দ্র করে বচসা, ভাঙচুর ; উত্তপ্ত জামুড়িয়া

আরও পড়ুন : Bhabanipur By-poll : ভবানীপুর উপনির্বাচনের বিরুদ্ধে জনস্বার্থ মামলার শুনানি সোমবার

ABOUT THE AUTHOR

...view details