পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Andal In Fear অণ্ডালে ধসে জলশুন্য পুকুর, বসে গেল পাম্প হাউস, আতঙ্কিত এলাকাবাসী

ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি জেরেই ফের ভূমিধসের ঘটনা ঘটল অণ্ডালের বহুলার ইসিএলের খোলামুখ খনি সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় (Andal Collapse) ৷

Andal Collapse
ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি জেরে ফের ভূমিধস অণ্ডালে

By

Published : Aug 28, 2022, 4:17 PM IST

দুর্গাপুর, 28 অগস্ট: ফের অণ্ডালে ইসিএল (Eastern Coalfields Limited)-এর খোলামুখ খনি সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় ধসের ঘটনায় আতঙ্ক ছড়াল (Andal Collapse) । শনিবার রাতে বহুলার পাথর পুকুর এবং অফিস বাদ্যকর পাড়ায় এক গৃহস্থের উঠোন ধসের কবলে পড়ে তলিয়ে যায় । গৃহস্থের পরিবারের লোকজন সেই সময় বাড়িতে ছিলেন না ৷ ফলে তাঁরা এই ধসের কবলের হাত থেকে রক্ষা পায় । বাড়ি ফিরতেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়ে । রবিবার সকাল থেকে এলাকাবাসীরা তুমুল বিক্ষোভ শুরু করে দেয় ৷

স্থানীয় সূত্র জানা গিয়েছে, খোলামুখ খনি এলাকায় কয়লা উত্তোলনের সময় মাটির নিচে বিস্ফোরণ হয় ৷ আর তার যার জেরে ভূমিধসের ঘটনাটি ঘটে । এদিকে রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের । একাধিকবার ইসিএল আধিকারিকদের জানানো সত্ত্বেও কোনও সুরাহা মেলে না বলে অভিযোগ ।

ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি জেরে ফের ভূমিধস অণ্ডালে

আরও পড়ুন:ইসিএলের খনি এলাকায় ধস, বিষাক্ত ধোঁয়ায় আতঙ্ক

ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি জেরেই ফের এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ । দুর্ঘটনার পর স্থানীয়রাই খবর দেয় পুলিশে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার পুলিশ ৷ পরে ঘটনাস্থলে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ প্রশাসনিক আধিকারিকরা । যদিও ঘটনাস্থলে ইসিএল কর্তৃপক্ষ না আসায় বিক্ষোভ দেখা দেয় গোটা এলাকায় ।

প্রসঙ্গত, প্রায় এক বছর আগে ইসিএলের বিস্তীর্ণ খনি এলাকাজুড়ে ধস নামে ৷ মাটির নীচ থেকে উঠে আসে বিষাক্ত ধোঁয়া ৷ আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকার মানুষ ৷

ফের তার কিছু মাস পরে রানিগঞ্জে ইসিএলের জেকে নগর কোলিয়ারির বেলিয়া বাথান গ্রামের রাস্তায় ধস নামে । এটি নিয়ে সকাল থেকে বিক্ষোভে সামিল হয়েছিলেন এলাকাবাসী । পরে খবর পেয়ে ইসিএল কর্তৃপক্ষ কোলিয়ারিতে পৌঁছয় । গ্রামবাসীদের সঙ্গে চলে বচসা । কোলিয়ারি বন্ধের হুমকি দেয় ইসিএল কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details