আসানসোল, 25 নভেম্বর: সাপের কামড়ে মৃত্যু হয়েছে একমাত্র ছেলের । কিন্তু তার জন্য পুত্রবধূর বাকি জীবনটা যাতে নষ্ট না হয় সেই কারণে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন শ্বশুর । নিজেই পুত্রবধূর বিয়ের আয়োজন করলেন তিনি । সৎপাত্র খুঁজে বিধবা পুত্রবধূর বিয়ে দিলেন জামুড়িয়ার চিঁচুড়িয়া এলাকার বাসিন্দা কিশোর চট্টোপাধ্যায়(Father in Law Gave Remarriage to his Daughter in Law After Death of His Son)। শুক্রবার আসানসোলে ঘাগরবুড়ি মন্দিরে পুত্রবধূ পূজা ও চিঁচুড়িয়া গ্রামের ছেলে প্রভাত ফৌজদারের শুভ বিবাহ অনুষ্ঠিত হল(Asansol News)
2017 সালে কিশোর চট্টোপাধ্যায়ের ছেলে ইন্দ্রজিতের সঙ্গে পূজার বিয়ে হয় । তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে । কিন্তু দু'বছর পর হঠাৎই সাপের কামড়ে মৃত্যু হয় ইন্দ্রজিতের । তারপর থেকে মেয়েকে নিয়ে পূজা শ্বশুরের কাছেই থাকতেন ৷ এই অবস্থায় তাঁদের ভবিষ্যতের কথা চিন্তা করেন কিশোরবাবু ৷ তাঁর অবর্তমানে পুত্রবধূ ও নাতনিকে কে দেখবে তাই নিয়ে দুশ্চিন্তা করতেন ৷ এই ভাবনা থেকেই তিনি পুত্রবধূকে পুনরায় বিয়ের ব্যাপারে রাজি করান । এরপর নিজেই গ্রামের যুবক প্রভাত ফৌজদারের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান । প্রভাতের পরিবার রাজি হলে শুক্রবার পূজা ও প্রভাতের বিয়ে সম্পন্ন হয় ।