সন্দেহের বশে 8 মাসের শিশুসন্তানকে থেঁতলে খুন দুর্গাপুর, 29 নভেম্বর: নিজের সন্তান নয়, এই সন্দেহে 8 মাসের শিশুসন্তানকে পাথর দিয়ে থেঁতলে মারল বাবা! চাঞ্চল্য অণ্ডালের বহুলার মতিবাজারে। বুধবার দুপুরে অণ্ডালের বহুলার মতিবাজারের অজয় ভুঁইয়া নামের এক ব্যক্তি 8 মাসের শিশুকে বাইরে ঘোরাতে নিয়ে যাওয়ার নাম করে বেরিয়ে যায়। 10 মিনিট পরও বাড়ি ফিরে আসছে না-দেখে মা মমতা দেবী ভুঁইয়া সন্তানকে খুঁজতে বেরোন।
তার কিছুক্ষণ পর বাবা অজয় ভুঁইয়া সন্তানকে ছাড়াই বাড়ি ফিরে আসে। সে মমতা দেবীকে জানায় তাদের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরেই মা চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন পাড়া-প্রতিবেশীরা। মা এবং পাড়া-প্রতিবেশীরা ছোট্ট স্বরাজকে খুঁজতে বেরোন। তাঁরা দেখতে পান পাশের ফাঁকা মাঠের ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ছোট্ট স্বরাজ। থেঁতলানো হয়েছে মাথা। খবর দেওয়া হয় অণ্ডাল থানার পুলিশকে। পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় স্বরাজকে উদ্ধার করে রানিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং সেখান থেকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ছোট্ট স্বরাজকে।
ছেলেকে মেরেছে বাবা, এমন অভিযোগ ওঠার পর পুলিশ অভিযুক্ত অজয় ভুঁইয়াকে আটক করেছে। মৃত স্বরাজের জেঠিমা প্রিয়া দেবী অভিযোগ করেন, অজয় ভুঁইয়ার সঙ্গে মমতা দেবীর প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকত 'সন্তান কার' এই নিয়ে। অজয় ভুঁইয়া দাবি করত সন্তান তাঁর নয়। প্রতিদিন মত্ত অবস্থায় থাকত পেশায় দিনমজুর অজয় ভুঁইয়া, এমনও অভিযোগ ওঠে। বুধবার দুপুরে 8 মাসের স্বরাজ ঘুম থেকে ওঠার পর অজয় ভুঁইয়া সন্তানকে ঘুরতে নিয়ে যায়।
তারপরেই ফাঁকা জায়গায় সন্তানকে ভারী পাথর দিয়ে থেঁতলে খুন করে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। অণ্ডাল থানার পুলিশ অভিযুক্ত বাবা অজয় ভুঁইয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শুধুই কি 'সন্তান কার' এই দ্বন্দ্বেই বাবার হাতে নৃশংসভাবে খুন হতে হল শিশুকে ? না এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য ? ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে অণ্ডাল থানার পুলিশ।
আরও পড়ুন:
- কুয়োতে উদ্ধার শিশুকন্যার মৃতদেহ, রাস্তায় পড়ে টাকা; রহস্য পাণ্ডবেশ্বরে
- কম্পাস দিয়ে সহপাঠীকে 108বার আঘাত চতুর্থ শ্রেণির পড়ুয়ার, মোবাইল গেমের প্রভাব কি? প্রশ্ন শিশুকল্যাণ কমিশনের
- মাদক কেনার টাকা নেই, সন্তানদের বিক্রি করে গ্রেফতার বাবা-মা