দুর্গাপুর, 16 মার্চ : বুনো শুয়োরের তাণ্ডবে ক্ষতি বিঘার পর বিঘা সবজি চাষের জমি (Vegetables Land Destroyed By Wild Boar) ৷ ক্ষতিগ্রস্ত কয়েকশো চাষির জমি ৷
কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বিষ্ণুপুর লাগোয়া গড় জঙ্গল সংলগ্ন প্রায় কয়েকশো বিঘা জমিতে বিভিন্ন সবজির চাষ করেছে চাষিরা । ফলনও হচ্ছিল ভালোই । বাজারে দাম ছিল চড়া । কিন্তু গত কিছুদিন ধরে সন্ধ্যা নামলেই গড় জঙ্গল থেকে পৌঁছে যাচ্ছে সবজি চাষের জমির ওপর বুনো শুয়োরের দল । তারপরেই রীতিমতো চালাচ্ছে তাণ্ডব । ধ্বংস হচ্ছে বিঘার পর বিঘা সবজি চাষের জমি ।
আরও পড়ুন : Mamata on Ukraine Students: ইউক্রেন ফেরত পড়ুয়াদের রাজ্যে পড়ার সুযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভগীরথ ঘোষ বললেন, "শসা, লাউ, কুমড়ো-সহ প্রায় 20 রকমের সবজি রয়েছে কয়েকশো বিঘা জমিতে । তারই মধ্যে বুনো শুয়োরের দল প্রত্যেক রাতে সেইসব জমির উপর দাপিয়ে বেড়াচ্ছে । যুদ্ধকালীন তৎপরতায় আমরা জাল দিয়ে জমির চারিপাশ ঘেরা শুরু করেছি কিন্তু তাতেও কাজ হচ্ছে না । সেই জাল ছিঁড়ে জমির ভিতরে প্রবেশ করছে শুয়োরের দল, যাতে করে হাজার হাজার টাকা খরচ করে চরম ক্ষতির মুখে চাষিরা ।"
একাধিকবার বনদফতরকে বিষয়টি জানানো হয়েছে কিন্তু কোনও ব্যবস্থা নিচ্ছে না বনদফতর, বলেও চাষিদের অভিযোগ । চাষিরা দাবি রাখছেন চাষের জমিতে ক্ষতি রুখতে রাতে পাহারাদারের ব্যবস্থা করুক বনদফতর অথবা চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হোক । তা নাহলে বিষ খেয়ে আত্মহত্যা ছাড়া আর কোনও পথ থাকবে না বলেও সাফ জানিয়ে দেন চাষিরা ।
আরও পড়ুন : Panihati Councillor murder update: পানিহাটির কাউন্সিলর খুনে গ্রেফতার আরও 1, উদ্ধার আগ্নেয়াস্ত্র
এবিষয়ে দুর্গাপুরের রেঞ্জার তরুণকান্তি বন্দ্যোপাধ্যায় জানান, "আমরা অভিযোগ পেয়েছি । রাতে পাহারাদারের ব্যবস্থা করা হবে ।" চাষিদের যাতে ক্ষতি না হয় সেদিকেও নজরদারি বাড়ানো হবে বলেও তিনি জানান ।