দুর্গাপুর, 8 ফেব্রুয়ারি: সিঙ্গুরের ছায়া এবার কাঁকসার পানাগড়ে । পানাগড় শিল্প তালুকে কৃষকদের না-জানিয়ে তাদের উর্বর জমির ওপর দিয়ে কারখানার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার নিয়ে যাওয়ার খুঁটি পোঁতা হচ্ছিল বলে অভিযোগ ৷ খুঁটি পুঁততে বাধা দেয় কৃষকরা ৷ যা নিয়ে উত্তেজিত হয়ে ওঠে এলাকা (Farmers Protest in Panagarh over factory wiring on their land) ৷
পানাগড় শিল্প তালুকের জন্ম হয়েছিল বিগত বাম সরকারের সময়কালেই । পণ্ডালি, সোঁয়াই, কাঁকসা মূলত এই তিনটি মৌজার জমিতেই পানাগড় শিল্পতালুক গঠিত হয়েছে । সেই শিল্প তালুকে বেশ কয়েকটি বেসরকারি কারখানা ইতিমধ্যেই প্রতিষ্ঠালাভ করেছে । বুধবার সকালে পানাগড় শিল্প তালুকের বেশকিছু জমির মালিক অভিযোগ করেন, তাদের জমি অধিগ্রহণ না-করেই এবং তাদেরকে কোনও কিছু না-জানিয়েই উর্বর জমির ওপর দিয়ে একটি কারখানার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের খুঁটি পোতা হচ্ছিল । সেই কাজে বাধা দেয় স্থানীয় কৃষি জমির মালিকরা ।
জানা গিয়েছে, কৃষি জমির উপর দিয়ে 1 লক্ষ 32 হাজার ভোল্টের তার নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের । কাঁকসার মাধবমাঠ ও শেরপুর এলাকার একটি বেসরকারি কারখানার বিদ্যুৎ সংযোগের জন্য এই তার নিয়ে যাওয়ার কাজ হচ্ছিল । কৃষকদের ও জমির মালিকদের না জানিয়েই এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের । বুধবার সকাল সাড়ে দশটা থেকে ডব্লিউবিআইডিসি দফতরের সামনে বিক্ষোভ দেখান জমির মালিকরা । জমির মালিকদের অভিযোগ লিখিতভাবে তাদের না জানিয়ে জমির উপর দিয়ে হাই ভোল্টেজ তার নিয়ে যাওয়া হচ্ছে । কর্তৃপক্ষ এই বিষয়ে তাদের কোনরকমভাবে জানায়নি । কোন প্রকারে তাদের জমির উপর দিয়ে বিদ্যুতের তার তারা নিয়ে যেতে দেবেন না বলে জানিয়েছেন ।