আসানসোল, 4 ডিসেম্বর : কৃষি আইনের বিরোধিতায় দিল্লি-হরিয়ানা সীমান্তে এখনও বিক্ষোভ চলছে । এবার একই দাবিতে আসানসোলে জিটি রোডে বিক্ষোভ দেখাল শিখ সম্প্রদায়ের মানুষ ৷
আসানসোলের ভগৎ সিং মোড়, বার্নপুর গুরুদ্বার প্রবন্ধন কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হয় । তাদের দাবি, কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে । পাশাপাশি দিল্লিতে যে সব কৃষকরা আন্দোলন করছেন তাঁদের পাশে থাকার বার্তা দিয়েই এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন গুরুদ্বার প্রবন্ধন কমিটির সদস্যরা ।