দুর্গাপুর, 21 নভেম্বর : অন্ডালের পর এবার বালি মাফিয়া পারভেজ সিদ্দিকিকে (Sand Mafia Parvez Siddiqui) নিজেদের হেফাজতে নিতে দুর্গাপুর মহকুমা আদালতে আবেদন জানিয়েছে ফরিদপুর থানার পুলিশ ৷ দক্ষিণবঙ্গের বালি চোরাচালানের অন্যতম মূল পাণ্ডা পারভেজ সিদ্দিকির কাছ থেকে উদ্ধার হয়েছে বেআইনি বালি কারবারের জাল চালান, ল্যাপটপ, প্রিন্টার-সহ বেশ কিছু কাগজপত্র ।
দুর্গাপুরের নঈমনগরের বাসিন্দা পারভেজ সিদ্দিকি বেআইনি বালি কারবারের (Illegal Sand business) 'বেতাজ বাদশা' । ফুলে ফেঁপে ওঠা এই বালি মাফিয়ার উপর নজর রাখছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (Asansol Durgapur Police) গোয়েন্দা বিভাগ । অন্ডাল থানায় তার বিরুদ্ধে বেআইনি বালি কারবারের একটি অভিযোগ ছিল । গোয়েন্দা দফতরের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয় ।