আসানসোল, 17 অগস্ট : ভ্যাকসিন বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না আসানসোল পৌরনিগমের । ভুয়ো ভ্যাকসিন কেন্দ্রের প্রচার নিয়ে এবার নতুন বিড়ম্বনায় আসানসোল পৌরনিগম । সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ভ্যাকসিন কেন্দ্রের নাম দিয়ে পোস্ট ছড়িয়ে পড়েছে, অথচ বাস্তবে তার কোনও অস্তিত্ব নেই । ফলে সেখানে পৌঁছে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে মানুষকে । আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে ।
বর্তমানে প্রায় 14টি ভ্যাকসিন সেন্টার থেকে প্রতিদিন ভ্যাকসিন দেওয়ার কাজ চালাচ্ছে আসানসোল পৌরনিগম । পাশাপাশি 4টি করে অতিরিক্ত ভ্যাকসিন শিবির করা হচ্ছে বিভিন্ন এলাকায় । বিভিন্ন ক্লাব, সংগঠন এই শিবিরগুলি পরিচালনা করছে । বস্তি এলাকায়, শহর থেকে দূরে মফস্বলে কিংবা বিভিন্ন কমিউনিটি সেন্টারে এই ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে । আর এই শিবির নিয়ে কার্যত ভুয়ো খবর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় । যেখানে শিবির নেই, সেই জায়গার নাম উল্লেখ করে পৌরনিগমের নামে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে । স্বভাবতই বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ ।
আরও পড়ুন : Rash Behari Bose : বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে সুবলদহ গ্রাম আজও অবহেলায়