আসানসোল, 11 অগস্ট : করোনার ফলে লকডাউনে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে ফিরে গিয়েছেন । যার ফলে স্থানীয় কর্মহীন যুবকদের চাকরি হয়েছে । শুধু তাই নয়, প্রশিক্ষণের অভাবে যে সমস্ত কাজে স্থানীয় শ্রমিকরা সুযোগ পেতেন না, তাদের প্রশিক্ষিত করে এখন সেই কাজে তাদের নিয়োগ করা হচ্ছে আসানসোলের বিভিন্ন কলকারখানায় । ফলে করোনা কার্যত আশীর্বাদ হয়েছে স্থানীয় কর্মহীন মানুষদের কাছে ।
গত বছর মার্চ মাসে লকডাউনের পর থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করেছিল । একদিকে করোনা, লকডাউন, অন্যদিকে স্কিলড শ্রমিকেরা ফিরে গিয়েছেন । ফলে উৎপাদনে ব্যাপকভাবে প্রভাব পড়েছিল আসানসোলের শিল্পতালুকে । সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন লৌহ-ইস্পাত কারখানাগুলোতে কাজ করার জন্য মূলত অন্য রাজ্যের প্রশিক্ষিত শ্রমিকরাই আসতেন । তাঁরা চলে যাওয়াতে হঠাৎ উৎপাদন কমে যায় । আর এখান থেকে শুরু নতুন ভাবনার । স্থানীয় শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে এবার তাদের স্কিলড শ্রমিক করার প্রক্রিয়া শুরু হয় ।
আর তাই করোনার দ্বিতীয় ওয়েভে তেমন কোনও প্রভাব পড়েনি শিল্পে । স্থানীয় শ্রমিকদের দিয়ে কাজ করানোর অনেক বেশি সুবিধা বলে জানিয়েছেন শিল্পপতিরা । আসানসোলের বিশিষ্ট শিল্পপতি সুভাষ আগরওয়াল জানিয়েছেন, "স্থানীয় শ্রমিকদের দিয়ে কাজ করালে তাঁদের রাখতে হয় না । তাঁরা বাড়ি চলে যান । বাইরের শ্রমিক নিয়ে এলে তাঁদের রাখতে হয়, খেতে দিতে হয়, অনেক খরচ । সবাই তাই স্থানীয় শ্রমিকদের দিয়ে কাজ করাতে চায় । আমার কারখানায় এখন বেশিরভাগই স্থানীয় যুবক ।"