দুর্গাপুর, 2 সেপ্টেম্বর: লাউদোহার শীর্ষা এলাকার একাধিক বাড়িতে ফাটল । গোটা এলাকা জুড়ে ছড়াল আতঙ্ক । রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের খনি গহ্বর থেকে কয়লা উত্তোলনের সময় মাটির নিচে বিস্ফোরণের ঘটনা ঘটে । যার জেরে গোটা এলাকায় জুড়ে কম্পন সৃষ্টি হয় (Laudoha Coal Mine Explosion)।
জানা গিয়েছ, বিস্ফোরণের পরিমাণ গত কয়েকদিন ধরে বেড়েছে ৷ আর যার জেরে ওই এলাকার 19টি বাড়িতে ফাটল ধরেছে । দীর্ঘদিন আগে রাজ্য সরকার পাট্টা দেয় । সেই রাজ্য সরকারের পাট্টা দেওয়া জমিতে বসবাস করছে এলাকার 19টি পরিবার । স্থানীয়দের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ মানতে চায়নি এই জমিগুলি রাজ্য সরকারের পাট্টার জমি । একাধিকবার বিষয়টি জানানো সত্ত্বেও কোনও গুরুত্ব দেয় না ইসিএল কর্তৃপক্ষ বলেও অভিযোগ ।