দুর্গাপুর, ৮ এপ্রিল: লকডাউনের জেরে এতদিন বন্ধ ছিল বিড়ি উৎপাদন। কিন্তু, এবার রাজ্যের বিড়ি শিল্পকে লকডাউনের আওতা থেকে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর এই সিদ্ধান্তে খুশি কাঁকসা এলাকার বিড়ি শ্রমিকরা।
পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুর, ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েত এলাকার 2 নম্বর কলোনি, কাঁকসা পঞ্চায়েতের 3 নম্বর কলোনি ও বনকাটির কয়েক হাজার পরিবার বিড়ি বাঁধার সঙ্গে যুক্ত । কিন্তু, কোরোনা সংক্রমণ রুখতে দেশে চলছে লকডাউন । আর তার জেরে এতদিন বন্ধ ছিল বিড়ি উৎপাদনের কাজ । যার ফলে বিড়ি শ্রমিকরা সমস্যায় পড়েন। বন্ধ হয়ে যায় রোজগার ।