পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 24, 2020, 8:15 PM IST

ETV Bharat / state

পুলিশি অভিযানের পরেও ভিড় কমছে না আসানসোল সবজি মান্ডিতে

সামাজিক দূরত্বকে তোয়াক্কা না করে আসানসোল সবজি মান্ডিতে চলছে বেচাকেনা ।

Even after the police operation, the crowd is not decreasing in Asansol vegetable market
Even after the police operation, the crowd is not decreasing in Asansol vegetable market

আসানসোল, 24 জুলাই : গায়ে গা ঘেঁষে জমায়েত করেই চলছে সবজি কেনাবেচা । অনেক দোকানি কিংবা ক্রেতাদের মুখে মাস্ক নেই এমন ছবি ধরা পড়ল আসানসোলের সবজি মান্ডিতে । পুলিশ যতই লাঠি উঁচিয়ে তাড়া করে ভিড় কমানোর চেষ্টা করুক না কেন, তবুও ভিড় কমছে না ।

আনলক ওয়ানে সকাল 8 টা থেকে দুপুর 1টা পর্যন্ত বাজার ঘাট খোলা থাকার সরকারি নির্দেশিকা জারি রয়েছে । কিন্তু সেই নির্দেশিকা অমান্য করে আসানসোলের সবজি মান্ডির বেশকিছু দোকানপাট খোলা থাকে নির্ধারিত সময়ের পরেও ।

পশ্চিম বর্ধমান জেলায় 550-র উপরে মানুষ আক্রান্ত হয়েছে । মারা গেছে 8 জন। কিন্তু এরপরেও কোনও হেলদোল নেই মানুষের । দিন 2 আগেই আসানসোল সব্জি মান্ডিতে পুলিশ অভিযান চালিয়েছিল । তার পরেও সেই একই চিত্র আজও ধরা পড়েছে ।

আসানসোল সবজি মান্ডি থেকে সংক্রমণ ছড়াতে পারে এমন আশঙ্কা করছে সাধারণ মানুষের একাংশ । পূর্বে প্রশাসন এই সবজি মান্ডিটিকে খোলা জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছিল । কিন্তু বর্ষার শুরুতে সবজি মান্ডি আগের জায়গায় ফিরিয়ে আনা হয় ।

ABOUT THE AUTHOR

...view details