পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jal Swapno in Limbo: স্বাধীনতার 75 বছর পরেও জল আসেনি, প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর জলস্বপ্ন প্রকল্প - জলস্বপ্ন প্রকল্প

স্বাধীনতার 75 বছর পরেও জল আসেনি আসানসোলের (Asansol News) জিতপুর গ্রামে (Drinking Water Problem)৷ মুখ্যমন্ত্রীর জলস্বপ্ন প্রকল্পের (Jal Swapno in Limbo) পাইপ ও পানীয় জলের কল পৌঁছলেও তাতে এখনও জলের দেখা নেই ৷

Even after 75 years of Independence, water hasn't reached Asansol village CM Jal Swapno project in limbo
স্বাধীনতার 75 বছর পরেও জল আসেনি, প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর জলস্বপ্ন প্রকল্প

By

Published : Nov 9, 2022, 8:00 PM IST

আসানসোল, 9 নভেম্বর: দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব । অথচ দেশের বিভিন্ন প্রান্তে এখনও পর্যন্ত পানীয় জলটুকু পৌঁছয়নি । স্বাধীনতার 75 বছর পরেও মানুষজনকে পানীয় জলের (Drinking Water Problem) জন্য ভরসা করতে হয় অপরিশ্রুত কুয়োর জল কিংবা নদীর জলের উপর । আসানসোলের (Asansol News) সালানপুর ব্লকের জিতপুর-উত্তরামপুর পঞ্চায়েতের অন্তর্গত জিতপুর পুরোনো পাড়া । সরকারি পানীয় জল আজও পৌঁছয়নি ওই গ্রামে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের "জলস্বপ্ন" প্রকল্পের (Jal Swapno in Limbo) পাইপ গ্রামে পৌঁছেছিল বটে, কিন্তু তা দিয়ে জল পড়েনি এক ফোঁটাও ।

পশ্চিমবঙ্গের একেবারে সীমানা এলাকার গ্রাম জিতপুর । পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডকে ভাগ করেছে অজয় নদ । সেই অজয় নদের ধারেই অবস্থিত জিতপুর পুরনো পাড়া । গ্রামের কিছুটা দূর দিয়েই নদী পেরিয়ে গিয়েছে ৷ অথচ পরিশ্রুত পানীয় জল আসেনি গ্রামে । প্রায় একশো পরিবারের বাস এই গ্রামে । প্রত্যেকেই দিনমজুর, দরিদ্র শ্রেণির মানুষ । গ্রামে রাস্তা, নর্দমা অন্যান্য নাগরিক পরিষেবা কোনওটাই তেমন উন্নত নয় । তবুও মানুষ অসুবিধের সঙ্গেই অভ্যেস করে বাঁচতে শিখেছে । কিন্তু পানীয় জল না থাকায় তার সঙ্গে আর পাল্লা দিয়ে চলতে পারছেন না গ্রামবাসীরা ।

বারবার দাবি গিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিধায়কের কাছে । শেষ পর্যন্ত বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায়ের উদ্যোগে জলস্বপ্ন প্রকল্পের আওতায় আসে জিতপুর পুরনো পাড়া । শুরু হয় তোড়জোড় । গ্রাম পর্যন্ত বিস্তৃত হয় জলের পাইপ । লাগে জলের কল । গ্রামবাসীরও খুশি হয়ে ভেবেছিল, এ বার হয়তো জনস্বাস্থ্য কারিগরি দফতরের জল এসে পৌঁছবে । কিন্তু কোথায় কী ! জলের কল লাগানো, পাইপ লাগানোর পর ছ'মাস পেরিয়ে গিয়েছে । জল পড়েনি এক ফোঁটাও । বারবার জনপ্রতিনিধিদের দরজায় কড়া নেড়েও কোনও লাভ হয়নি । গ্রামবাসীরা তাই আবর্জনাময়, অপরিশ্রুত কুয়োর জল পান করছেন । আবার কখনও কখনও দূরে অজয় নদ থেকে জল নিয়ে আসতে হয় গ্রামবাসীদের । কুয়োর জল খাওয়ার জন্য অসুস্থতাও বাড়ছে গ্রামে ।

আরও পড়ুন:পানীয় জল পৌঁছে দিতে 'স্বজল গ্রাম প্রকল্প' চালু হবে কোচবিহারে

গ্রামবাসী টুকু বাউরি, মৌসুমী বাউরিরা জানিয়েছেন, "অতীতে টিউবওয়েল লাগানো হয়েছিল এই গ্রামে । কিন্তু জলস্তর নিচে নেমে যাওয়ায় সেই টিউবওয়েল দিয়ে জল পড়ে না । ফলে কুয়ো এবং নদীর জল ছাড়া আর কোনও উপায় নেই আমাদের ।"

স্থানীয় জনপ্রতিনিধি তথা পঞ্চায়েত প্রধান তাপস চৌধুরী এই সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন । তিনি জানিয়েছেন "আমরা জনপ্রতিনিধি হতে পারি কিন্তু আমরা টেকনিক্যাল জিনিসগুলি বুঝি না । গ্রাম পর্যন্ত পাইপ লাগানো হয়েছে ৷ অন্যান্য গ্রামে জল এলেও এই গ্রামে কেন এল না, তা পিএইচই-র কাছে জানতে চেয়েছি । এমনকী জেলা শাসককেও জানিয়েছি । কিন্তু জল এখনও পর্যন্ত আসেনি । সবাই আশ্বাস দিয়েছে, খুব দ্রুত এই কাজ শেষ হবে । আমরাও চাইছি মুখ্যমন্ত্রীর জলস্বপ্ন প্রকল্প সফল হোক এই গ্রামে ।"

স্বাধীনতার 75 বছর পরেও জল আসেনি, প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রীর জলস্বপ্ন প্রকল্প

বারাবনীর বিধায়ক বিধান উপাধ্যায় জানিয়েছেন "গ্রামাঞ্চলের মানুষের জলকষ্ট দূর করতেই এই জলস্বপ্ন প্রকল্প নিয়ে আসা হয়েছে । আশা করছি, খুব দ্রুত ওই অঞ্চলে জল পৌঁছবে ।"

ABOUT THE AUTHOR

...view details