কুলটি, 11 জুলাই : শোলে ফিল্মের বীরু জলের ট্যাংকে চেপেছিল বাসন্তীকে বিয়ে করার দাবিতে ৷ কিন্তু আসানসোলের (Asansol) কুলটির চিনাকুড়িতে মহিলাদের কটূক্তি করায় সেই পথ ধরতে হল 5 জন শ্রমিককে (Eve Teaser Labours ) ৷ এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ভয়ে তাদের আশ্রয় নিতে হল জলের ট্যাংকের উপরে । নিচে চলছে বিক্ষোভ, উপরে লুকিয়ে 5 শ্রমিক । কিছুতেই তারা নিচে আসবে না ৷ শেষ পর্যন্ত পুলিশ এসে ওই শ্রমিকদের নিচে নামিয়ে আটক করে ।
কুলটি থানার চিনাকুড়ি 3 নম্বর এলাকার ঘটনা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিনাকুড়ি এলাকায় একটি জরাজীর্ণ জলের ট্যাংক ভাঙার কাজ করছিল কয়েকজন শ্রমিক । অভিযোগ, কাজের ফাঁকে তারা এলাকার মহিলাদের কটূক্তি করত । এ ভাবে ক্রমে অসন্তোষ তৈরি হচ্ছিল ৷ রবিবার সেই ক্ষোভ চরম আকার ধারণ করে ।
আরও পড়ুন:খাগড়াগড় কাণ্ডে ধৃত কওসরকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল জেএমবি জঙ্গিদের ?