আসানসোল, 21 অগস্ট : শেষ পর্যন্ত পাল্টানো হল আসানসোল রবীন্দ্রভবনের সামনে ভুল বানানে বাংলা লেখা বোর্ড ৷ কয়েকদিন আগে বিষয়টি নিয়ে ইটিভি ভারতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ৷ আসানসোল পৌরনিগমের দৃষ্টি আকর্ষণ করতেই বোর্ডটি পাল্টে ফেলা হল । এতে খুশি শহরবাসী ।
কয়েকদিন আগেই আসানসোল রবীন্দ্রভবনের সামনে পৌরনিগম একটি বোর্ড লাগিয়েছিল । বিএনআর মোড়ে রবীন্দ্রভবনের ঠিক পাশে লাগানো ওই বোর্ডের দুটি ছবির মধ্যে একটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও গান্ধিজি রয়েছেন । অন্য ছবিটি কবিগুরু এবং জওহরলাল নেহরুর । ছবির নিচে লেখা, "ঐতিহাসিক মুহূর্তে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম ।" কিন্তু বোর্ডে 'ও' এবং 'প্রণাম' শব্দ দুটির বানান ভুল ছিল ৷ লেখা ছিল 'ত্ত' এবং 'প্রনাম'। আর তা নিয়েই বিতর্ক শুরু হয় হয় ।