পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ETV ভারতের খবরের জের, দুর্গাপুরের অনামিকার পাশে BJP সাংসদ - Para Athlete

ETV ভারতের খবরের জের ৷ বিশেষভাবে সক্ষম অনামিকা গড়াইয়ের পাশে থাকার বার্তা সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার ৷ এর আগে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷

etv_bharat_news_impact_bjp_mp_assures_help_to_para_athlete_anamika
ইটিভি ভারতের খবরের জের, অনামিকার পাশে BJP সাংসদ আলুওয়ালিয়া

By

Published : Oct 21, 2020, 4:36 PM IST

দুর্গাপুর, 21 অক্টোবর: দুর্গাপুরের সোনার মেয়ে, বিশেষভাবে সক্ষম অনামিকা গড়াই আর্থিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে প্যারা-অলিম্পিকে দেশের জন্য স্বর্ণপদক জয়ের পাশাপাশি বিশ্বরেকর্ড গড়ার স্বপ্ন দেখছেন। এই খবর ETV ভারতে প্রকাশিত হওয়ার পর তাঁর পাশে দাঁড়ালেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ৷ আজ তিনি অনামিকার পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন । সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি ৷ একথা জানিয়েছেন অনামিকার বাবা কিংশুক গড়াই।

"আর্থিক অনটনের জেরে কি অধরা থাকবে বিশেষভাবে সক্ষম অনামিকার পদক জয়ের স্বপ্ন?" ইটিভি ভারতে গতকাল এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয় । তা দেখে BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ETV ভারতের প্রতিনিধির কাছ থেকে অনামিকার পরিবারের ফোন নম্বর নেন । আজ তিনি অনামিকার বাবাকে ফোন করেন ৷ অনামিকার বাবা কিংশুক গড়াই জানান ,"সাংসদ আমাকে ফোন করে মেয়ের বিস্তারিত খোঁজ নেন এবং আমাকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। পুজোর পরই তিনি দুর্গাপুরে আসবেন এবং দেখা করার কথাও জানিয়েছেন।"

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও ইতিমধ্যেই পুজোর পর অনামিকার পরিবারকে তাঁর সঙ্গে দেখা করতে বলেছেন ৷ এই পরিস্থিতিতে প্রতিবন্ধকতা কাটিয়ে সাফল্য লাভের স্বপ্ন দেখতে শুরু করেছে অনামিকা ও তাঁর পরিবার ৷ খ্যাতির চূড়ায় উঠেও এতদিন দুর্গাপুর স্টিল টাউনশিপের এক চিলতে ঘরের বাসিন্দা অনামিকার সামনে উজ্জ্বল ভবিষ্যতের পথে প্রধান বাধা ছিল দরিদ্রতা ৷ তাকে ঘিরে থাকা নানা দুর্ভাবনার মেঘ এবার সরে যাওয়ার আভাস মন্ত্রী, সাংসদের পাশে থাকার বার্তায় ৷

ABOUT THE AUTHOR

...view details