দুর্গাপুর, 13 অক্টোবর :তড়তড়িয়ে কেন বাড়ছে পেঁয়াজের দাম ? তা জানতেই বুধবার, অষ্টমীর সকালে দোকানে, বাজারে অভিযান চালান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) প্রতিনিধিরা ৷ এদিন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বেনাচিতি বাজার ঘুরে দেখেন তাঁরা ৷ খুচরো বিক্রেতাদের পাশাপাশি কথা বলেন পাইকারদের সঙ্গে ৷ যদিও ব্যবসায়ীদের দাবি, পন্য কেনার খরচ বেড়েছে ৷ আর সেই কারণেই বাড়াতে হচ্ছে পেঁয়াজ বিক্রির দর ৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ইবি আধিকারিকরা ৷
আরও পড়ুন :Edible Oil Price : দাম নিয়ন্ত্রণে ভোজ্য তেল, তৈলবীজ গুদামজাত করার ঊর্ধ্বসীমা বেঁধে দিল কেন্দ্র
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাত্র এক সপ্তাহেই খুচরো বাজারে পেঁয়াজের দাম বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ ৷ এদিকে, মূল্যবৃদ্ধির জেরে বাজার আগুন ৷ বাঙালির হেঁশেলে পেঁয়াজ অতি প্রয়োজনীয় একটি সবজি, যা প্রায় রোজই ব্যবহার করা হয় ৷ বর্তমানে বেনাচিতি বাজারের খুচরো বিক্রেতারা মান অনুযায়ী, 45 থেকে 50 টাকা দরে পেঁয়াজ বিক্রি করছেন ৷ তাঁদের বক্তব্য, 50 টাকা কেজি দরে যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে, তার মান খুব ভালো ৷ এই ধরনের পেঁয়াজ কিনতে প্রতি কেজিতে তাঁদের খরচ হচ্ছে 45 টাকা (গাড়িভাড়া-সহ) ৷ ফলে 50-এর কম দামে বিক্রি করলে, বিক্রেতাদের মুনাফা থাকবে না ৷
আরও পড়ুন :Dilip Ghosh : রাজ্যের অসহযোগিতাতেই দাম বাড়ছে পেট্রোপণ্য়ের, দাবি দিলীপের
এদিন পেঁয়াজ বিক্রেতাদের দোকানে পৌঁছে যান ইবি আধিকারিকরা ৷ কথা বলেন বেনাচিতি বাজারের দোকানদারদের সঙ্গে ৷ তাঁদের সমস্যার কথা জানতে চান ৷ ইবি আধিকারিকরা জানিয়েছেন, এখানকার বাজারে ক’দিন আগেও পেঁয়াজের দাম অনেকটাই কম ছিল ৷ কিন্তু গত কয়েক দিনে তা একলাফে অনেকটাই বেড়ে যায় ৷ এর কারণ জানতেই অষ্টমীর এই অভিযান ৷ তাঁদের আশ্বাস, এরপর দাম যাতে আর না বাড়ে, এবং সাধরণ মানুষ যাতে নিজেদের সাধ্যের মধ্যেই প্রয়োজনীয় পেঁয়াজ কিনতে পারে, তা নিশ্চিত করা হবে ৷