চিত্তরঞ্জন, 3 জুলাই : দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ জিতে ফিরেছেন মহিলা বক্সার মণিকা ৷ তিনি আবার চিত্তরঞ্জন লোকোমোটিভের কর্মী ৷ মণিকাকে নিয়ে গর্বিত চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার আধিকারিকরা ৷ তাই দেশে ফেরার পর মেরি কমের সতীর্থ মণিকাকে সংবর্ধনা জানাল তাঁর কর্মক্ষেত্র ৷
মে মাসে দুবাইয়ে বসেছিল এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের আসর ৷ সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে এই চ্যাম্পিয়নশিপের আসরে সর্বকালের সেরা পারফরম্যান্স দেন ভারতীয় বক্সাররা ৷ মোট 19 জন বক্সার দুবাই উড়ে গিয়েছিলেন ৷ তার মধ্যে 15 জন পদক জিতে ফেরেন ৷ তার মধ্যে দুটি সোনা, পাঁচটি রুপো এবং আটটি ব্রোঞ্জ রয়েছে ৷ 51 কেজি বিভাগে রুপোর পদক জেতেন দেশের তারকা বক্সার মেরি কম ৷ সেই 15 দলের সদস্যের মধ্যে ছিলেন চিত্তরঞ্জন লোকোমোটিভের কর্মী মণিকা ৷