পশ্চিমবঙ্গ

west bengal

PM Advisor Meeting: প্রধানমন্ত্রীর উপদেষ্টার জরুরি বৈঠক দুর্গাপুরে, রেল-সহ একাধিক বিষয়ে আলোচনা

দুর্গাপুরে রেল, জাতীয় সড়ক ও ইসিএলের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তরুণ কাপুর (PM Advisor Tarun Kapoor)৷

By

Published : Mar 3, 2023, 9:26 PM IST

Published : Mar 3, 2023, 9:26 PM IST

ETV Bharat
প্রধানমন্ত্রীর উপদেষ্টা তরুণ কাপুর

বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পূর্বরেলের জেনারেল ম্যানেজারের বক্তব্য

দুর্গাপুর, 3 মার্চ: আগে পিপিপি মডেলে ফ্রেড করিডরের কাজ শুরু হলেও এখন রেল তা নিজেই করছে ৷ ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত রেলের ফ্রেড করিডরের কাজ শুরু হয়েছে ৷ দ্রুতই তা শেষ হয়ে যাবে বলে শুক্রবার বিকেল তিনটে কুড়ি নাগাদ দুর্গাপুর থেকে আরও স্পষ্ট করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তরুণ কাপুর (Emergency Meeting of PM Advisor)। বৃহস্পতিবার দিল্লি থেকে দুর্গাপুরে আসেন তিনি । অণ্ডাল ও পাণ্ডবেশ্বরের বিভিন্ন প্রান্তে একাধিক খনি পরিদর্শন করেন ৷ এরপর দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে রেলের ফ্রেড করিডর নিয়ে জাতীয় সড়ক এবং রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ।

বৈঠক শেষে পূর্বরেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বলেন,"ডানকুনি থেকে অণ্ডাল পর্যন্ত ফ্রেড করিডরের কাজে কোনও সমস্যা নেই । অণ্ডালের পর থেকে লুধিয়ানা পর্যন্ত দ্বিতীয় ধাপের কাজ নিয়ে রেল এবং জাতীয় সড়কের আধিকারিকদের নিয়ে বৈঠক হয়েছে । এই দুই খাতেই বিনিয়োগ হবে আড়াই লক্ষ কোটি টাকা । পরিকাঠামোগত এই উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্যকে একযোগে কাজ করতে হবে । এখনও পর্যন্ত ফ্রেড করিডরের কাজের জন্য জমি পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হয়নি । 2022 -23 অর্থবর্ষ থেকেও রেল ও জাতীয় সড়ক তৈরির ক্ষেত্রে অনেক বেশি ব্যয় করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷"

যদিও রেলের জমিতে জবরদখলকারীদের উচ্ছেদ ও পুনর্বাসন প্রসঙ্গে মুখ খুলতে চাননি পূর্বরেলের জেনারেল ম্যানেজার । । এই রাজ্যে ইসিএল, রেল ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ একযোগে উন্নয়নের কাজে অংশ নেবে বলে এই বৈঠকে সিদ্ধান্ত হয় । জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তরুণ কাপুর ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলে কয়লার উৎপাদন আরও বাড়ানোর ক্ষেত্রে কী কী পরিকল্পনা তারা গ্রহণ করেছে তা খতিয়ে দেখেন । এই রাজ্যের কী কী প্রকল্প তাদের রয়েছে, কোন কোন কাজ এখনও সম্পন্ন হতে বাকি, তাতে কোথাও কিছু সমস্যা রয়েছে কিনা, সমস্ত কিছুই ক্ষতিয়ে দেখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ।

আরও পড়ুন :হলদিবাড়ি থেকেই চলবে দার্জিলিং মেল, রুট বদলের খবর উড়িয়ে জানাল রেল

ABOUT THE AUTHOR

...view details