দুর্গাপুর, ২৭ সেপ্টেম্বর : পুজোর আগে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ ৷ থাবা বসাচ্ছে শিশুদের শরীরে । দুর্গাপুর মহকুমা হাসপাতালে 3 শিশু কোভিডে আক্রান্ত হয়ে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন । এছাড়াও 6০ জনের মত শিশু জ্বর, কাশি-সহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এই হাসপাতালে । তাদেরও কোভিড পরীক্ষা করানো হচ্ছে । আর এই ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দফতরের ।
দুর্গাপুর মহকুমার কোকওভেন থানা এলাকা, মায়াবাজার, দুর্গাপুর ইস্পাত নগরীর শিবাজি রোড, কৃত্তিবাস-সহ বেশকিছু এলাকায় করোনা আক্রান্তের খোঁজ মিলেছে । স্বাস্থ্য দফতর এই বিষয়টি নিয়ে চিন্তিত । সামনেই উৎসবের মরসুম । পুজোর বাজারে বাড়ছে ভিড় । তাই কোভিডের সংক্রমণ ঠেকাতে দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক ভবনে সোমবার করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক হয় । বৈঠকে জেলা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কেকা মুখোপাধ্যায়, দুর্গাপুর নগর নিগমের কমিশনার ময়ূরী বসু , মেয়র পারিষদ সদস্য (স্বাস্থ্য) রাখি তিওয়ারি-সহ বণিকসভা, পুলিশ, দুর্গাপুর ইস্পাত কারখানার প্রতিনিধি ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন ।