দুর্গাপুর, 19 জানুয়ারি : বকেয়া রয়েছে 36 কোটি টাকার বিদ্যুৎ বিল ৷ রাজ্য সরকারের দুর্গাপুর কেমিক্যাল লিমিটেডের (ডিসিএল) বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করল রাজ্য সরকারেরই তাপবিদ্যুৎ কারখানা ডিপিএল । পাশাপাশি ডিসিএল টাউনশিপেও বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ পরিষেবা । সমস্যায় ওই এলাকায় বসবাসকারী একাধিক পরিবার।
আরও পড়ুন : বিজেপিতে যোগদানে তৃণমূলের আপদ বিদায় হচ্ছে : মমতা
1966 সালে দুর্গাপুরের কোকওভেন থানার রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্প তালুকে তৈরি হয় দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড । শ্রমিকদের বসবাসের জন্য তৈরি হয় ডিসিএল টাউনশিপ । 2016 সালে এই কারখানার বিলগ্নীকরণের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । দূষণ ছড়ানোর জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ 2019 সালে কারখানা বন্ধ করে দেয় । তখন থেকেই বকেয়া বিল বাড়তে বাড়তে প্রায় 36 কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে ।