দুর্গাপুর, 28 এপ্রিল : প্রবল খরতাপে আজ দুর্গাপুর ও অন্ডালে নির্বাচনের উত্তাপ । অন্ডাল ও দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সংগঠনের কাদের হাতে থাকবে জয়েন্ট বার্গেনিং কাউন্সিলে(JBC) যাওয়ার ছাড়পত্র, তার লড়াই চলছে ।
মূলত তিনটি শ্রমিক সংগঠনের এই লড়াই, তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল । অন্ডাল ও দুর্গাপুরে সমস্ত বামপন্থী শ্রমিক সংগঠনের সঙ্গ নিয়ে সিটু, শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ও গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন বিএমএস (ভারতীয় মজদুর সঙ্ঘ) এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে (Election for the post of JBC member of Damodar Valley Corporation)। দুর্গাপুরে ডিটিপিএস-এর অবস্থা অত্যন্ত খারাপ হওয়ার কারণে এখানে নতুন করে পঞ্চম ইউনিটের প্রতিষ্ঠা ও শ্রমিকদের বেশ কিছু পাওনার দাবি - এই ইস্যুতেই সব শ্রমিক সংগঠনের লড়াই ।