দুর্গাপুর, 21 মার্চ : নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ে গেল নয়নজুলিতে। ঘটনায় আহত হয় দুই শিশু ও মহিলা সহ আটজন। বর্তমানে আহতরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি DVC মোড়ের।
নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নয়নজুলিতে, আহত 8 - নয়ানজুলি
নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নয়নজুলিতে পড়ে গেল। আহতদের মধ্যে রয়েছে দু'জন শিশু ও দু'জন মহিলা।
![নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নয়নজুলিতে, আহত 8](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2754042-893-4e53ed1a-3540-4269-bb54-2419eb1460c2.jpg)
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
আজ সকালে আসানসোল থেকে 10 জন সদস্যের একটি পরিবার 2 নম্বর জাতীয় সড়ক হয়ে বসন্ত উৎসবে যোগ দেওয়ার জন্য শান্তিনিকেতনে যাচ্ছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে DVC মোড়ের কাছে একটি নয়নজুলিতে গাড়িটি পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় নিউটাউনশিপ থানায়। পুলিশ এসে আহতদের দুর্গাপুর হাসপাতালে ভরতি করা হয়।
পুলিশের অনুমান গাড়ির স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।