পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cattle Smuggling Case: গরুপাচার মামলার সব নথি দিল্লি নিয়ে গেল ইডি

All Documents of Cattle Smuggling Case: গরুপাচার মামলা এতদিন চলছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ৷ সম্প্রতি ইডির আবেদন মঞ্জুর করে তা দিল্লিতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় আদালত ৷ বুধবার মামলা সংক্রান্ত সমস্ত নথি নিয়ে দিল্লি চলে গেল ইডি ৷ এখন থেকে ওই মামলার শুনানি হবে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে ৷

Cattle Smuggling Case
Cattle Smuggling Case

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 3:54 PM IST

Updated : Sep 13, 2023, 8:29 PM IST

গরুপাচার মামলার সব নথি দিল্লি নিয়ে গেল ইডি

আসানসোল, 13 সেপ্টেম্বর: গরুপাচার মামলার আসানসোল সিবিআই আদালতের পাঠ চুকলো । গরুপাচার সংক্রান্ত সমস্ত মামলার নথিপত্র দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে নিয়ে যাওয়ার জন্য রওনা দিল ইডি । মামলাটিকে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সেই আবেদনে সম্মতি দিয়েই আসানসোল সিবিআই আদালত নির্দেশ জারি করে । এবার থেকে গরুপাচার সংক্রান্ত সব মামলাই দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে শুনানি হবে । ফলে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের এই রাজ্যের ফেরার আশা প্রায় ক্ষীণ হয়ে গেল ।

গত 28 জুলাই 44 (1/সি) ধারায় আসানসোল সিবিআই আদালতে ইডির পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছিল । গরুপাচার সংক্রান্ত সমস্ত মামলার দিল্লিতে শুনানি করার বিষয়ে ইডি অনুমতি চেয়েছিল । কিন্তু পরপর দু’টি শুনানিতে ইডি বিচারককে সন্তুষ্ট করার মতো নথি দেখাতে পারেনি । শেষ পর্যন্ত গত 6 সেপ্টেম্বর অর্থমন্ত্রকের একটি গেজেট নোটিফিকেশন আদালতের সামনে পেশ করেন ইডির আইনজীবী । তারপরেই আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী গরুপাচার সংক্রান্ত সমস্ত মামলাকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মতি প্রকাশ করেন ।

তিনি জানিয়েছিলেন, 11 সেপ্টেম্বরের মধ্যে এই মামলার সমস্ত কাগজপত্র দিল্লিতে নিয়ে যেতে হবে । কিন্তু জি20 সম্মেলনের কারণে ইডি আধিকারিকরা ব্যস্ত থাকায় তারা 11 সেপ্টেম্বর সমস্ত কাগজপত্র নিয়ে যেতে পারেননি । সেই কারণে তাঁরা আবেদন করেছিলেন আরও কয়েক দিন সময় চেয়ে ৷ বিচারক 19 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন । কিন্তু তার আগেই বুধবার গরুপাচার সংক্রান্ত মামলার সমস্ত কাগজপত্র নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল ইডি ।

বুধবার আসানসোল সিবিআই আদালতে আসেন ইডি আধিকারিকরা ৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী । এ দিন দু’টি ট্রলি সুটকসে মধ্যে গরুপাচার মামলার সংক্রান্ত সমস্ত কাগজপত্র নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় ইডি । অর্থাৎ এরপর থেকে আর আসানসোল সিবিআই আদালতে গরুপাচার সংক্রান্ত কোনও মামলার শুনানি হবে না । গরুপাচার সংক্রান্ত ইডির মামলা এবং সিবিআইয়ের মামলার পৃথক শুনানি দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে হবে ।

ইতিমধ্যেই দিল্লির তিহাড় জেলে গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল, তাঁর কন্যা সুকন্যা মণ্ডল, গরুপাচার কাণ্ডের মূলচক্রী এনামুল হোসেন ও অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন রয়েছেন । সিবিআই ইতিমধ্যেই চার্জশিট জমা করেছে গরুপাচার মামলায় । মনে করা হচ্ছে এবার গরুপাচার মামলার ট্রায়াল শুরু হয়ে যাবে ৷ আর সেক্ষেত্রে বাংলা থেকে সাক্ষীদের দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হবে ।

আরও পড়ুন:ইডির আবেদনের পক্ষেই রায়, আসানসোল থেকে সরে গরুপাচার মামলা দিল্লির পথে

Last Updated : Sep 13, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details