আসানসোল, 13 সেপ্টেম্বর: গরুপাচার মামলার আসানসোল সিবিআই আদালতের পাঠ চুকলো । গরুপাচার সংক্রান্ত সমস্ত মামলার নথিপত্র দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে নিয়ে যাওয়ার জন্য রওনা দিল ইডি । মামলাটিকে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সেই আবেদনে সম্মতি দিয়েই আসানসোল সিবিআই আদালত নির্দেশ জারি করে । এবার থেকে গরুপাচার সংক্রান্ত সব মামলাই দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে শুনানি হবে । ফলে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের এই রাজ্যের ফেরার আশা প্রায় ক্ষীণ হয়ে গেল ।
গত 28 জুলাই 44 (1/সি) ধারায় আসানসোল সিবিআই আদালতে ইডির পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছিল । গরুপাচার সংক্রান্ত সমস্ত মামলার দিল্লিতে শুনানি করার বিষয়ে ইডি অনুমতি চেয়েছিল । কিন্তু পরপর দু’টি শুনানিতে ইডি বিচারককে সন্তুষ্ট করার মতো নথি দেখাতে পারেনি । শেষ পর্যন্ত গত 6 সেপ্টেম্বর অর্থমন্ত্রকের একটি গেজেট নোটিফিকেশন আদালতের সামনে পেশ করেন ইডির আইনজীবী । তারপরেই আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী গরুপাচার সংক্রান্ত সমস্ত মামলাকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মতি প্রকাশ করেন ।
তিনি জানিয়েছিলেন, 11 সেপ্টেম্বরের মধ্যে এই মামলার সমস্ত কাগজপত্র দিল্লিতে নিয়ে যেতে হবে । কিন্তু জি20 সম্মেলনের কারণে ইডি আধিকারিকরা ব্যস্ত থাকায় তারা 11 সেপ্টেম্বর সমস্ত কাগজপত্র নিয়ে যেতে পারেননি । সেই কারণে তাঁরা আবেদন করেছিলেন আরও কয়েক দিন সময় চেয়ে ৷ বিচারক 19 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন । কিন্তু তার আগেই বুধবার গরুপাচার সংক্রান্ত মামলার সমস্ত কাগজপত্র নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল ইডি ।