আসানসোল, 17 নভেম্বর:টানা সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ (ED Arrests Anubrata) করার পর গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করল ইডি । তাঁকে আসানসোল সংশোধনাগারেই শোন অ্যারেস্ট করা হয়েছে । শুক্রবার তাঁকে আসানসোল আদালতে তোলা হতে পারে । মনে করা হচ্ছে, নিজেদের হেফাজতে নিয়ে এ বার অনুব্রত মণ্ডলকে সায়গল হোসেনের মতোই দিল্লি নিয়ে যাবে ইডি ।
বৃহস্পতিবার বেলা 11টা 20 নাগাদ আসানসোল সংশোধনাগারে পৌঁছয় ইডির বিশেষ দল । এর আগে সিবিআই আদালতে আবেদন জানিয়ে তারা বলেছিল যে, অনুব্রত মণ্ডলকে তারা জেরা করতে চায় । মূলত অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল, মণীশ কোঠারি এবং সায়গল হোসেনের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ইডি দাবি করেছিল, অনুব্রত মণ্ডলের কাছে তাঁর বেআইনি সম্পত্তি সংক্রান্ত প্রচুর তথ্য রয়েছে । সেই কারণেই তাঁকে জেরা করা প্রয়োজন । আদালত ইডির আবেদনে সাড়া দেয় এবং তারপর বৃহস্পতিবার প্রথমবার তাঁকে জেরা করতে আসেন ইডির আধিকারিকরা ।
সূত্র থেকে জানা যাচ্ছে, লটারি সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে অনুব্রত মণ্ডলকে । অনুব্রত মণ্ডলের লটারির টিকিট মারফৎ তাঁর অ্যাকাউন্টে কয়েক বারে ঢুকেছিল 1 কোটি, 50 লাখ এবং 10 লাখ টাকা । অর্থাৎ 1 কোটি 60 লাখ টাকা । সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে ঢুকেছে লটারি সংক্রান্ত 26 লক্ষ এবং 25 লক্ষ টাকা । অর্থাৎ মোট 51 লক্ষ টাকা । সুপর্ণা মণ্ডলের কাছ থেকে ইডি লটারি সংক্রান্ত বিষয়ে যখন জানতে চেয়েছিল, তখন সুকন্যা জানিয়েছিলেন যে, তাঁর বাবা গোটা বিষয়টি জানেন । সে কারণেই অনুব্রত মণ্ডলকে জেরা করা প্রয়োজনীয় হয়ে পড়েছিল ইডির ।