আসানসোল, ২৮ নভেম্বর : বেআইনি কয়লার কারবারের তদন্তে CBI অভিযানের সময় অসুস্থ হয়ে মৃত্যু হল ECL-এর সিকিউরিটি আধিকারিকের । মৃত আধিকারিকের নাম ধনঞ্জয় রায় (৫২) । তিনি ECL-র কুনুস্তরিয়া এরিয়ার সিকিউরিটি ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন ।
আজ সকাল থেকেই বেআইনি কয়লার কারবার নিয়ে তদন্তে বিভিন্ন এলাকায় CBI অভিযান চালাচ্ছে । মোট ২২ টি এলাকায় অভিযান চলে । সেইমতো জামুড়িয়ায় শিবপুরে, ECL-র কুনুস্তরিয়া এরিয়ার সিকিউরিটি ইনচার্জ ধনঞ্জয় রায়ের বাড়িতে অভিযান চালান CBI আধিকারিকরা । কিন্তু সেই সময় তিনি বাড়িতে ছিলেন না । তাঁকে দপ্তর থেকে ডেকে পাঠানো হয় । এরপর বাড়িতে এসেই অসুস্থ হয়ে পড়েন তিনি । তাঁকে সঙ্গে সঙ্গে ECL-এর সদর হাসপাতাল কাল্লাতে পাঠানো হয় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।
ECL-র কারিগরি সচিব নিলাদ্রি রায়ের বক্তব্য ECL-র কারিগরি সচিব নিলাদ্রি রায় জানিয়েছেন, "আমরা যেটা খবর পেয়েছি CBI থেকে একটা টিম বিভিন্ন জায়গায় রেইড করছে। সেই সম্পর্কিত একটি রেইডের পরে আমাদের কুনুস্তরিয়া এরিয়ার যে সিকিউরিটি ইনচার্জ ছিলেন তাঁর শরীর অসুস্থ হয়। তাঁকে কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।"
ECL-র সিকিউরিটি অফিসারের মৃত্যু নিয়ে তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা তথা দলের জেলা কো অর্ডিনেটর হরেরাম সিং বলেন,"বিষয়টা খুব খারাপ হয়েছে। আমাদের এক কর্মী কুনুস্তরিয়া এরিয়া অফিসে সিকিউরিটি ইন্সপেক্টরের কাজ করতেন । ডিউটিতে গিয়েছিলেন, তখন তাঁকে খবর দেওয়া হয় যে তাঁর বাড়িতে CBI রেইড হয়েছে । CBI থেকে ডেকেছে। সেখানে গিয়ে CBI তাঁকে কী অত্যাচার করেছে আমরা জানি না। কিন্তু সহ্য করতে না পেরে সেখানে তাঁর হার্ট অ্যাটাক হয় এবং CBI রেইডের ভয় এবং চাপে মারা গেছে বলে মনে হচ্ছে ।তিনি আমাদের সংগঠনের সদস্য ছিলেন । তাঁকে ভয় দেখানো হয়েছে । যাঁরা দোষী তাঁদের জেরা করুক CBI । তা নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু এটা ঠিক হল না।"