দুর্গাপুর, 9 সেপ্টেম্বর: কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির মঞ্চ ইসিএল আধিকারিক ৷ তবে, কোনও ভাষণ দিতে নয় ৷ তৃণমূলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহার সঙ্গে সেলফি তুলতে উঠেছিলেন ৷ আর সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷ ওই ইসিএল আধিকারিকের পরিচয় কৌশিক খান ৷ তিনি দুর্গাপুরের লাউদোহায় ঝাঁঝরা প্রজেক্ট এলাকার ম্যানেজার ৷ ইসিএল-এর একাংশের প্রশ্ন উঠছে, তিনি কেন্দ্রীয় সংস্থার একজন আধিকার হয়ে কীভাবে রাজনৈতিক মঞ্চে উঠলেন ? তবে, আধিকারিকের বক্তব্য, তিনি কোনও রাজনৈতিক কারণে সেখানে যাননি ৷ কেবলমাত্র একজন অনুরাগী হিসেবে শত্রুঘ্ন সিনহাকে দেখতে গিয়েছিলেন ৷
আজ দুর্গাপুরে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র তরফে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় ৷ মূলত কেন্দ্রের কয়লাখনিগুলির বেসরকারিকরণের প্রতিবাদে এই কর্মসূচি ছিল ৷ সেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন আসানসোলের সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা ৷ তারকা সাংসদ যখন মঞ্চে বসেছিলেন, সেই সময় ইসিএল-এর আধিকারিক কৌশিক খানকে সোজা গিয়ে শত্রুঘ্ন সিনহার পাশে বসে পড়তে দেখা যায় ৷ এর পর মোবাইল ফোন বের করে সেলফি নেন তিনি ৷ সংবাদমাধ্যমের ক্যামেরায় সেই ভিডিয়ো ধরা পড়ে ৷ সেলফি নেওয়ার পর, তিনি সাংসদের সঙ্গে হাত মিলিয়ে মঞ্চ থেকে নেমে যান ৷