জামুড়িয়া, 24 নভেম্বর : প্রকাশ্যে গুলিতে নিহত ইসিএল কর্মী (ECL employee shot dead at Jamuria) ৷ ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার 2 নম্বর জাতীয় সড়ক লাগোয়া চাপুই রোডে ৷ মৃত ওই ব্যক্তির নাম মদন বাউরি (54) ৷ তিনি চাপুই রোডের কোলিয়ারি অঞ্চলে থাকতেন ৷ এই ঘটনায় স্বভাবতই আতঙ্কিত এলাকাবাসী ৷
জানা গিয়েছে, মৃত ইসিএল কর্মী মদন বাউরি ব্যবসার জন্য আশপাশের মানুষকে টাকা ধার দিতেন ৷ সন্দেহ করা হচ্ছে তার ফলে শত্রুতা তৈরি হওয়ায় প্রতিশোধ নিতে এই খুন করা হতে পারে ৷
স্থানীয় বাসিন্দা মানিক বাউরি বলেন, "জামুড়িয়া থানার 2 নম্বর জাতীয় সড়কের চাপুই কোলিয়ারি যাওয়ার রাস্তায় একটি মাংসের দোকানে রোজ যেতেন মদন বাউরি ৷ মঙ্গলবার রাতে ওই দোকানে ছিলেন তিনি ৷" মানিক বাউরি বলেন, "রাত ন'টার কিছু পরে এই দুর্ঘটনাটি ঘটে ৷ মাংসের দোকানে থাকা লোকেদের কাছ থেকে জানা গিয়েছে, আরও দু'জনের সঙ্গে মদন বাউরি দোকানে একটি চেয়ারে বসেছিলেন ৷" তিনি জানান, সেই সময় একজন কাপড়ে মুখ ঢাকা অবস্থায় এসে ইসিএল কর্মীকে মাথায় পর পর 3টি গুলি করে চলে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানিগঞ্জ ও জামুড়িয়া থানার পুলিশ ৷ রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । এই খুনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ।