আসানসোল, 5 অগাস্ট : গত দুদিনের টানা বৃষ্টিতে জল ছাড়া শুরু করল DVC-র মাইথন এবং পাঞ্চেত ড্যাম । যদিও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন পরিমাণ জল ছাড়া হয়নি বলে DVC দাবি করেছে । শুধু তাই নয় দুটি জলাধারেই বিপদসীমার নিচেই রয়েছে জলস্তর । তবে ঝাড়খন্ডে বেশি বৃষ্টিপাত হলে বেশি পরিমাণে জল ছাড়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে DVC-র পক্ষ থেকে ।
গত দুদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে DVC-র পাঞ্চেত ও মাইথন ড্যামের জলাধার ভরেছে । ঝাড়খন্ডের দিকেও বৃষ্টিপাত হওয়ায় DVC-র তেনুঘাট ও তিলাইয়া ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে ঝাড়খন্ডে । সেই জল জমা হয় DVC র পাঞ্চেত ও মাইথন জলাধারে । চাপ সৃষ্টি হওয়ায় পাঞ্চেত ও মাইথন থেকে জল ছাড়া হচ্ছে নিয়মিত ।