আসানসোল, 2 অক্টোবর : ডিভিসির জল ছাড়ার জন্যই রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । রাজ্যের পক্ষে এমনই অভিযোগ তোলা হয়েছে । গতকাল রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটকও অভিযোগ করেছেন, আসানসোলের বন্যার জন্যেও ডিভিসির জল ছাড়াই কারণ । শুক্রবার রাতে পরিমাণ সামান্য কম করলেও জল ছাড়া বন্ধ করেনি ডিভিসি । সুতরাং বন্যা পরিস্থিতি কতটা উন্নত হবে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে ।
আরও পড়ুন :Asansol Flood : আসানসোলে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দুষলেন মলয় ঘটক
ডিভিসি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে মাইথন থেকে 1 লক্ষ 15 হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে 35 হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছিল । রাত 10 টা 45 মিনিট থেকে পাঞ্চেত থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে 60 হাজার কিউসেক করা হয় । মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়ে 50 হাজার কিউসেক করা হয় । সামগ্রিক ভাবেও জল ছাড়ার পরিমাণের হার সামান্য কম হয় । মোট 1 লক্ষ 10 হাজার কিউসেক হারে সারারাত জল ছাড়া হয় ।