আসানসোল, 21 এপ্রিল: পুড়ছে আসানসোল । কখনও 42 ডিগ্রি আবার কখনও বা 43 ডিগ্রি । গরমে, তাপপ্রবাহে নাঝেহাল শিল্পাঞ্চলবাসী। অন্যদিকে গরমে শুকিয়ে যাচ্ছে কুয়ো-পুকুর । আর তার সঙ্গেই আশঙ্কা গ্রাস করছে শিল্পাঞ্চলবাসীদের । সাধারত সারাবছরই আসানসোল ও দুর্গাপুরবাসীর জন্য পানীয় জল সরবরাহ করে ডিভিসি । মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে এই পানীয় জল সরবরাহ করা হয় । এখনও পর্যন্ত পর্যাপ্ত জল মজুত আছে ডিভিসি-র জলাধারে । ফলে আগামী 15 জুন পর্যন্ত পানীয় জল সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছে ডিভিসির তরফে।
উল্লেখ্য, আসানসোল পৌরনিগম ছাড়াও, জনস্বাস্থ্য কারিগরি দফতর, আসানসোল রেল ডিভিশন, ইস্কো কারখানা-সহ একাধিক বেসরকারি সংস্থাকে চুক্তির ভিত্তিতে জল সরবরাহ করে ডিভিসি । গতবছর গরমের সময় মাইথন জলাধারের জল শুকিয়ে জল সঙ্কট সৃষ্টি হয়েছিল । সমস্যায় পড়েছিলেন এলাকাবাসী । এবার তেমন পরিস্থিতি হবে না তো ! তা নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছিল দুর্গাপুর, আসানসোলবাসীর মধ্যে। সেই আশঙ্কা উড়িয়ে ডিভিসি সূত্রে জানা গিয়েছে, আপাতত বৃষ্টি না হলে 15 জুন পর্যন্ত পানীয় জল ও চাষের জল দিতে অসুবিধে নেই । মাইথন, পাঞ্চেতের জলাধারে যে জলস্তর আছে তা পর্যাপ্ত । তাই এই বছর সমস্যায় পড়তে হবে না শহরবাসীকে ।