কুলটি, 5 অগস্ট : মাঠে নেমে বিজেপি বিধায়ক খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করছেন । এমন সময় বেজে উঠল জাতীয় সঙ্গীত ৷ বিধায়কের উপস্থিতিতেই রেফারি হুইসেল দিয়ে মাঝপথে বন্ধ করালেন জাতীয় সঙ্গীত । আর এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার মুখে কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার । এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷
বুধবার বিকেলে কুলটির সাঁকতোড়িয়া হাতিনল এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় ৷ মুখ্য অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার ৷ সেখানকার একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, খেলা শুরুর আগে খেলোয়াড় ও রেফারিদের সঙ্গে করমর্দন করছেন বিধায়ক । সেই সময় হঠাৎ করে জাতীয় সঙ্গীত বেজে ওঠায় বিরক্তিসূচক চিৎকার ওঠে বিধায়কের আশপাশ থেকে । জাতীয় সঙ্গীত বন্ধ করতে বলা হয় ৷ বিধায়কও ঘুরে তাকিয়ে হাত দেখান টেন্টের দিকে । এরপরই দায়িত্বপ্রাপ্ত রেফারি হুইসেল বাজিয়ে জাতীয় সঙ্গীত বন্ধ করান । ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ।
যদিও বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের দাবি, "করমর্দন পর্বের পরেই লাইন দিয়ে সবাই দাঁড়ানো হত । তখন জাতীয় সঙ্গীত বাজার কথা ছিল । কিন্তু তার আগেই সেটা বেজে যায় । এটা সংগঠকদের ভুলেই হয়েছে ৷ আমি জাতীয় সঙ্গীত থামাইনি ৷ পরে আমরা লাইন দিয়ে সম্মানের সঙ্গে জাতীয় সঙ্গীত গেয়েছি ।"