পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা : তেহরানে আটকে দুর্গাপুরের যুবক, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা

কোরোনার জেরে তেহরানে গৃহবন্দী দুর্গাপুরের বিকাশ ৷ তাঁকে দেশে ফেরাতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পরিবারের ৷

Durgapur's Bikas stuck in Tehran for the terror of corona virus
কোরোনা আতঙ্কে তেহরানে আটকে দুর্গাপুরের বিকাশ

By

Published : Mar 3, 2020, 5:03 PM IST

Updated : Mar 3, 2020, 6:34 PM IST

দুর্গাপুর, 3 মার্চ : কোরোনা ভাইরাস আতঙ্কে তেহরানে গিয়ে আটকে দুর্গাপুরের বিকাশ দাস ৷ উদ্বেগে দিন কাটাচ্ছেন তাঁর বাবা মা ৷ ITC-তে কর্মরত বিকাশ তিন বছর আগে বিদেশ যান ৷ পেশায় মেকানিকাল ইঞ্জিনিয়ার তিনি ৷ দুর্গাপুরের ভিরিঙ্গি অরবিন্দপল্লির বাসিন্দা বিকাশ ৷

বিকাশকে দেশে ফেরাতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পরিবারের

তিনবছর আগে বিকাশ বিদেশ যান ৷ দু'বছর দুবাইতে কাজ করার পর একবছর আগে বিকাশ তেহরানে কাজে যোগ দেন ৷ সেখানে 11 জন ভারতীয় সহ মোট 25 জন একটি ফ্ল্যাটে আছেন ৷ কিন্তু কোরোনা আতঙ্কে প্রায় 1 সপ্তাহ ধরে গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছেন তাঁরা ৷ বিকাশ জানান, বিমান ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণে তাঁরা কেউই দেশে ফিরতে পারছেন না ৷ সেখানে তাঁর সাথে কলকাতার এক সহকর্মী সায়ন্তন ব্যানার্জিও আটকে ৷

তেহরানে আটকে দুর্গাপুরের যুবক, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা পরিবারের

এদিকে, তাঁর বাবা বিষ্ণুপদ দাস ও মা রিনা দাস রয়েছেন দুর্গাপুরে ৷ বিকাশের সন্তান ও স্ত্রী রয়েছেন শ্বশুরবাড়ি হালিশহরে ৷ বিকাশের মা ও বাবা উদ্বগে আর আতঙ্কে দিন কাটাচ্ছেন কবে ছেলে ফিরবে সেই আশায় ৷ তেহরান থেকে ভিডিয়ো কলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সাহায্য প্রার্থনা করলেন বিকাশ ৷ ETV ভারতের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের দেশে ফেরানোর আবেদন জানালেন বিকাশ ও তাঁর মা বাবা ৷ তাঁর মা-বাবা আজ দুর্গাপুরের মহকুমাশাসকের সাথে যোগাযোগ করেন ৷ 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রমাপ্রসাদ হালদার আজ সকালে এই ঘটনার কথা জেনে তাঁদের বাড়িতে আসেন । খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিকাশের পরিবারের পাশে দাঁড়ানোর কথাও জানান ৷

Last Updated : Mar 3, 2020, 6:34 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details