দুর্গাপুর, 16 অগস্ট: 'চাঁদের বাড়ি'র কাছাকাছি 'চন্দ্রযান-থ্রি'। আর এই চন্দ্রযান নিয়ে দেশবাসীর কৌতূহলের শেষ নেই। আপাতত চন্দ্রযানের চাঁদে অবতরণের অপেক্ষায় দেশসুদ্ধ উৎসুক মানুষ। 77তম স্বাধীনতা দিবসে ইসরোর প্রশংসায় দেশের মানুষ। এবার মিষ্টির চন্দ্রযান-থ্রি তৈরি করে ইসরোর প্রশংসায় দুর্গাপুরের মামড়া বাজারের মনোরমা সুইটস। প্রতিষ্ঠানের 51 বছরপূর্তি উপলক্ষ্যেই এই আয়োজন ৷
15 দিনে 90 কেজি ক্ষীর আর চকলেটের প্রলেপ দিয়ে চন্দ্রযান-থ্রি তৈরি করে ফেলেছেন দুর্গাপুরের ওই মিষ্টির দোকানের কারিগররা। বুধবার সকাল থেকেই এই ক্ষীরের তৈরি চন্দ্রযান-থ্রি দেখতে উপচে পড়েছে ভীড় ৷ দুর্গাপুরের মামড়া বাজারের মনোরমা সুইটসের সেই ভীড় সামলাতে ছুটতে হল পুলিশকে। এককথায় দুধের স্বাদ ঘোলে মেটাল দুর্গাপুরবাসী। এই মিষ্টান্ন প্রতিষ্ঠানের কর্ণধার দেবাশিষ ঘোষ বলেন, "এর আগে আমরা ফুটবল বিশ্বকাপে ক্ষীর দিয়ে মেসি, এমবাপে, রোনাল্ডোর অবয়ব তৈরি করেছিলাম। তার আগে আমরা ক্রিকেট খেলারও বিভিন্ন মুহূর্তকে তুলে ধরেছিলাম মিষ্টান্ন তৈরির মধ্য দিয়ে।"