দুর্গাপুর, 9 ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 13 ফেব্রুয়ারি প্রশাসনিক সভা করবেন দুর্গাপুরে । তার আগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে স্বরাষ্ট্রদপ্তরের কাছে দুর্গাপুর থানাকে ভেঙে মোট চারটি আলাদা থানা করার প্রস্তাব দিতে চলেছে । শিল্পনগরী দুর্গাপুরে এই দুর্গাপুর থানার অন্তর্ভুক্ত 4টি পুলিশ ফাঁড়ি রয়েছে । দুর্গাপুর ইস্পাত নগরীর অরবিন্দ অ্যাভিনিউতে অবস্থিত এই দুর্গাপুর থানা এলাকাতেই ADCP-র ইস্ট ডিভিসনের DCP (পূর্ব), ACP (পূর্ব) কার্যালয় রয়েছে । দুর্গাপুর থানার অন্তর্ভুক্ত যে 4টি পুলিশ ফাঁড়ি রয়েছে তার মধ্যে অতি গুরুত্মপূর্ণ ফাঁড়ি সিটি সেন্টার ।
সিটি সেন্টার বিগত প্রায় দেড় দশক সময়কাল ধরে দুর্গাপুরের প্রধান স্থান । বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান-সহ সরকারি অফিস,আদালত, পৌরসভা ভবন-সহ প্রায় সমস্ত ব্যাঙ্কের শাখা এখানে । ব্যাবসায়িক দিক থেকেও এই সিটি সেন্টার অতি গুরুত্বপূর্ণ । তাই সিটিসেন্টার ফাঁড়ি, ইস্পাত নগরীর বিজোন ফাঁড়ি, ইস্পাত কারখানা সংলগ্ন ওয়ারিয়া ফাঁড়িকে আলাদা আলাদা থানা করার প্রস্তাব পাঠানো হচ্ছে আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে । বিধানচন্দ্র রায়ের সময়ে শিল্পনগরী দুর্গাপুরের প্রতিষ্ঠা ।
এই নতুন প্রস্তাবে কী থাকছে?
1) ডিটিপিএস ও সিটিসেন্টার এলাকা নিয়ে সিটিসেন্টার থানা ।