দুর্গাপুর, 10 মে : অরেঞ্জ জ়োনে থাকা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রথম কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলল । দুর্গাপুর ইস্পাত নগরীর সি আর দাস রোডের বাসিন্দা এক বৃদ্ধ কোরোনাতে আক্রান্ত বলে জানা যায় । ওই বৃদ্ধ পাঁচদিন ধরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে কিডনিজনিত সমস্যা নিয়ে ভরতি ছিলেন । রক্ত এবং লালারসের নমুনা পরীক্ষার পর জানা যায়, তিনি কোরোনা আক্রান্ত । এরপরই জেলা স্বাস্থ্য অধিকর্তার নির্দেশে আজ তাঁকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল থেকে কাঁকসার মলানদিঘিতে কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
দুর্গাপুরে প্রথম কোরোনা আক্রান্তের বাড়ি স্যানিটাইজ় নগরনিগমের - lockdown
দুর্গাপুরে প্রথম কোরোনা আক্রান্তের পরিবারে পাঁচজন রয়েছেন । দুর্গাপুর থানার পুলিশ ACP (পূর্ব) স্বপন দত্তের নেতৃত্বে তাঁদের বাড়িতে আসেন এবং পরিবারকে বাড়িতেই থাকতে বলেন । আপাতত সেই বাড়িতে দুর্গাপুর নগরনিগমের পক্ষ থেকে স্যানিটাইজ়ার দিয়ে জীবাণুমুক্ত করার কাজ করা হয় । আশপাশের বাড়িগুলিকেও জীবাণুমুক্ত করা হয় ।
দুর্গাপুরের সি আর দাস রোডে তাঁর পরিবারের পাঁচজন রয়েছেন । দুর্গাপুর থানার পুলিশ ACP (পূর্ব) স্বপন দত্তের নেতৃত্বে তাঁদের বাড়িতে আসেন এবং পরিবারকে বাড়িতেই থাকতে বলেন । আপাতত সেই বাড়িতে দুর্গাপুর নগরনিগমের পক্ষ থেকে স্যানিটাইজ়ার দিয়ে জীবাণুমুক্ত করার কাজ করা হয় । আশপাশের বাড়িগুলিকেও জীবাণুমুক্ত করা হয় । সূত্র মারফত জানা গিয়েছে, পরিবারের ছোটো ছেলে দুর্গাপুর ইস্পাত কারখানার একজন ঠিকা কর্মী । ওই বৃদ্ধের ছোটো ছেলে থাকতেন দুর্গাপুর সেপকো টাউনশিপে । তাঁর সঙ্গে তাঁর স্ত্রী এবং একটি ছয় বছরের পুত্র সন্তানও থাকত । এখনই পরিবারের বাকি সদস্যদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে আইসোলেশন রাখার সিদ্ধান্তের কথা সূত্র মারফত জানা গিয়েছে ।
দুর্গাপুরের সর্বপ্রথম কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার পর গোটা শিল্পশহরজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে । দুর্গাপুরের কনিষ্ক রোড-সহ সি আর দাস রোড এলাকাকে কনটেইনমেন্ট জ়োন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দফায় দফায় এই এলাকাকে জীবাণুমুক্ত করার কাজ করা হয় । প্রথমে দুর্গাপুর নগরনিগমের পর দমকল বিভাগের গাড়ি এসে গোটা এলাকাকে এবং ওই পরিবার যে বাড়িতে থাকে সেই বাড়িকেও জীবাণুমুক্ত করার কাজ করা হচ্ছে । রীতিমতো ভিড় জমে যায় গোটা এলাকায় । পুলিশের পক্ষ থেকে বারংবার সাধারণ মানুষকে এলাকায় ভিড় না করার সতর্কবার্তা দেওয়া হলেও মানুষ কৌতূহলবশত দাঁড়িয়েই থাকে ।