পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Swasthya Sathi: স্বাস্থ্যসাথী থাকা সত্ত্বেও রোগীর পরিবারের কাছে মোটা টাকা দাবি ! - দুর্গাপুর

স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ডে ভর্তি হওয়া রোগীর পরিবারের সদস্যদের কাছ থেকে 65 হাজার টাকা দাবি করা হল ! কাঠগড়ায় দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টার এলাকার বেসরকারি হাসপাতাল ৷

Durgapur Hospital claim money from patient family even after they present Swasthya Sathi card
Swasthya Sathi: স্বাস্থ্যসাথী থাকা সত্ত্বেও রোগীর পরিবারের কাছে মোটা টাকা দাবি !

By

Published : Nov 10, 2022, 6:46 PM IST

দুর্গাপুর, 10 নভেম্বর: স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ড থাকা সত্ত্বেও রোগীর পরিবারের কাছ থেকে চিকিৎসার খরচ বাবদ মোটা টাকা চাওয়ার অভিযোগ উঠল একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ৷ এমনকী, দুর্গাপুরের (Durgapur) সিটি সেন্টারের এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে 86 বছরের বৃদ্ধাকে হাসপাতালে আটকে রাখারও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা ৷

86 বছরের ওই রোগীর নাম মেনকা সেন ৷ তিনি দুর্গাপুরের বেনাচিতির মহিস্কাপুর প্লট এলাকার বাসিন্দা ৷ তাঁর নাতি শান্তনু সেন জানিয়েছেন, "গত 4 নভেম্বর ঠাকুমাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ ওঁর জ্বর হয়েছিল ৷ শ্বাসকষ্টও ছিল ৷ স্বাস্থ্যসাথী কার্ডেই ওঁকে ভর্তি করা হয় ৷ তবুও আমাদের কাছ থেকে সব মিলিয়ে প্রায় 15 হাজার টাকা নেওয়া হয়েছে ৷ আরও 65 হাজার টাকা চাওয়া হচ্ছে ৷ ওই টাকা না মেটালে রোগীকে ছাড়বে বলে জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ 86 বছরের এক বৃদ্ধাকে এভাবে আটকে রাখা হয়েছে ৷"

কাঠগড়ায় বেসরকারি হাসপাতাল ৷

আরও পড়ুন:প্রত্যাখ্যাত স্বাস্থ্যসাথী কার্ড ! বিনা চিকিৎসায় পঙ্গুত্বের মুখে মালদার পরিযায়ী শ্রমিক

কিন্তু, এই পরিস্থিতি তৈরি হল কেন ? সরকারি নিয়ম অনুসারে, স্বাস্থ্যসাথী কার্ডে বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকার পরিষেবা তো বিনামূল্যে পাওয়ার কথা ৷ শান্তনু জানিয়েছেন, তাঁকে হাসপাতালের তরফে অন্য কথা বলা হয়েছে ৷ স্বাস্থ্য কার্ডে নাকি চিকিৎসার সব খরচ দেওয়া হয় না ! তাই, সেই টাকা রোগীকে বা তাঁর পরিবারকেই মেটাতে হবে ! এই অবস্থায় বিপাকে পড়েছেন সেন পরিবারের সদস্যরা ৷ সমস্য়ার সমাধান চেয়ে বৃহস্পতিবার দুর্গাপুরের মহকুমাশাসক এবং স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা ৷ প্রশাসন সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও, কাজের কাজ কিছুই হয়নি ৷

এদিকে, বৃদ্ধাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে মরিয়া পরিবারের সদস্যরা ৷ কিন্তু, তাঁকে কিছুতেই হাসপাতাল থেকে 'রিলিজ' করা হচ্ছে না ! এমনকী, পরিবারকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট 65 হাজার টাকা মেটাতে হবে নগদে ৷ এবং তার বদলে কোনও রসিদও দেওয়া হবে না ! যদিও এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ ৷

ABOUT THE AUTHOR

...view details