দুর্গাপুর, 20 ডিসেম্বর: দুর্গাপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী স্বস্তিকা ঘাঁটি । 17 বছর বয়সি স্বস্তিকা 5টি বই লিখে এর আগে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে (India Book of Records) কনিষ্ঠ লেখিকা হিসেবে জায়গা করে নিয়েছে (Durgapur Girl Sets new Record) । সেই খবর প্রকাশিত হয়েছিল ইটিভি ভারতে ৷
এবার অতি দ্রুত কথা বলার কারণে সবচেয়ে কমবয়েসি বক্তা (Public Speaking) হিসাবে এশিয়া বুক অব রেকর্ডস (Asia Book of Records) এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডস গড়েছে স্বস্তিকা । এর পাশাপাশি সবচেয়ে কমবয়েসি লেখিকা হিসাবে চলতি বছরেই তার ঝুলিতে এসেছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসও । খুব দ্রুত বাংলা ও ইংরেজিতে কথা বলতে পারে স্বস্তিকা ৷ এর জন্য তাকে কম বকুনি খেতে হয়নি বাবা-মার কাছে ৷ মাঝে মধ্যে বিব্রত হয়ে পড়তেন তাঁরা ৷
জানা গিয়েছে, স্বস্তিকার বাবা সমিতকুমার ঘাঁটি দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী ৷ আর মা বিউটি ঘাঁটি গৃহবধু ৷ বিউটির চিকিৎসার জন্য একবার তাঁরা গিয়েছিলেন দক্ষিণ ভারতের একটি নামী হাসপাতালে । সেখানকার চিকিৎসকের সঙ্গে অতি দ্রুত অনর্গল ইংরেজিতে কথা বলছিল স্বস্তিকা । যা শুনে ওই চিকিৎসক বারবার স্বস্তিকাকে বলে উঠেছিল রিপিট এগেইন । আর স্বস্তিকার এত দ্রুত কথা বলা দেখে তার বাবা কিছুটা ধমকের সুরেই স্বস্তিকাকে ধীরে ধীরে কথা বলতে বলেছিল । যা শুনে ছোট্ট স্বস্তিকা কেঁদে ফেলেছিল । কিন্তু অতি দ্রুত কথা বলার ফলেই আজ তার ঝুলিতে এল আরও দুটি শিরোপা ।