পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 7, 2022, 8:12 PM IST

ETV Bharat / state

Picnic Banned in Forest: বন্যপ্রাণীদের সুরক্ষিত রাখতে দুর্গাপুরের জঙ্গলে পিকনিকে নিষেধাজ্ঞা জারি বনদফতরের

জঙ্গল দূষণ রুখতে ও বন্যপ্রাণীদের সুরক্ষিত রাখতে জঙ্গলে পিকনিকে নিষেধাজ্ঞা জারি করল বনদফতর (Picnic Banned in Forest)৷ এই নিয়ে দুর্গাপুরে চলছে প্রচারও ৷

durgapur-forest-department-bans-picnics-in-forest-to-protect-wildlife
বন্যপ্রাণীদের সুরক্ষিত রাখতে দুর্গাপুরের জঙ্গলে পিকনিকে নিষেধাজ্ঞা জারি বনদফতরের

দুর্গাপুর, 7 ডিসেম্বর:শীতের মরশুম মানেই পিকনিক, হইহুল্লোড় । তারই মধ্যে দেখা যায় থার্মোকলের পাতা, আর ডিজের দাপট । যার ফলে পরিযায়ী পাখিদের আনাগোনাও বাধাপ্রাপ্ত হয় ৷ জঙ্গলের বন্যপ্রাণীদের এই সব বিপদ থেকে রক্ষা করতে দুর্গাপুরে তৎপর হল বন দফতর (Picnic Banned in Forest)৷ জঙ্গলে পিকনিকের উপর জারি হল নিষেধাজ্ঞা (Durgapur Forest department bans picnics in forest)৷

দক্ষিণবঙ্গের অন্যতম পিকনিকের কেন্দ্র পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার দেউল আর শ্যামরূপা মন্দির । রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ আসেন পিকনিক করতে । জঙ্গলের মাঝেই এই দুই পিকনিকস্থল । তবে সেখানেও পিকনিকে তারস্বরে লাউড স্পিকার বাজিয়ে চলে ডিজে, ব্যবহার হয় থার্মোকল ও প্লাস্টিকের জিনিস । আবার শীতকালে আসা পরিযায়ী পাখির দল দেখেও অতি উৎসাহ ধরা পড়ে ৷ যার ফলে সমস্যা বাড়ে বন্য জীবজন্তু ও পশুপাখিদের (Wildlife news)৷

করোনা পরিস্থিতির পর থেকে জঙ্গলে বেড়েছে বন্য জীবজন্তুর সংখ্যা । জঙ্গল জুড়ে ঘুরে বেড়ায় প্রচুর ময়ূর । তারই মধ্যে জঙ্গলে লাউড স্পিকার বাজিয়ে পিকনিক করলে সমস্যায় পড়ে বন্য জীবজন্তুরা । অনেকে ময়ূরদের উত্যক্ত করে এবং ক্ষতি করার চেষ্টা করে । সেই কারণে বন্য প্রাণ এবং জাতীয় পাখিদের সুরক্ষিত রাখতে নয়া পদক্ষেপ করেছে বন দফতর । পিকনিক স্পটগুলিতে থার্মোকল, প্লাস্টিক বর্জন করার পরামর্শ দেওয়া হয়েছে । পাশাপাশি জঙ্গলের ভেতরে পিকনিকে নিষেধাজ্ঞা জারি করেছে বর্ধমান বনাঞ্চল ।

আরও পড়ুন:দূষিত আসানসোলেও বাড়ছে বিরল পরিযায়ী পাখির সংখ্যা

শুধু নিষেধাজ্ঞা জারিই নয়, বর্ধমান বনাঞ্চলের দুর্গাপুর বনবিভাগের তরফ থেকে বিভিন্ন এলাকায় প্রচার এবং মাইকিং করাও শুরু হয়েছে । গোপালপুরের বিট অফিসার কিশলয় বন্দ্যোপাধ্যায় জানান, "বনদফতরের আধিকারিক এবং কর্মীরা সর্বদা প্রচার চালাচ্ছেন ও সচেতন করছেন । সকলকে সচেতন থাকার বার্তা দিচ্ছেন । এখানে পরিযায়ী পাখিরা আসছে ৷ তাদেরও যেন কোনও ভাবে বিরক্ত না করা হয় ৷ আর পিকনিকের মরশুমেও যাতে জঙ্গল অপরিষ্কার করা না হয়, সে জন্য প্রচার চালানো হচ্ছে ৷ নির্দেশ না মানলে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে ৷"

দুর্গাপুর বনবিভাগের আধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, "শীতকালে সাইবেরিয়া থেকে পরিযায়ী পাখিরা আসে ৷ পাখিদের বিচরণ ক্ষেত্রে যাতে তাদের বিরক্ত করা না হয়, সে দিকে নজর রাখার জন্য আমাদের প্রচার শুরু হয়েছে ৷ প্রতি বছরই প্রচার চলে ৷ এ ছাড়াও পিকনিকের মরশুমও আসছে ৷ সবাই যাতে দূষণ সৃষ্টিকারী থার্মোকল বা প্লাস্টিকের বদলে শালপাতা ব্যবহার করেন, সে জন্য প্রচার চালানো হচ্ছে ৷ জোরে মাইক বাজানো থেকেও বিরত থাকতে হবে ৷"

বন্যপ্রাণীদের সুরক্ষিত রাখতে জঙ্গলে পিকনিকে নিষেধাজ্ঞা জারি বনদফতরের

স্থানীয় পরিবেশপ্রেমী নিত্যানন্দ সাহার কথায়, বনদফতরের পাশাপাশি তাঁরা সচেতন করবেন মানুষজনকে ।

ABOUT THE AUTHOR

...view details