দুর্গাপুর, 7 ডিসেম্বর:শীতের মরশুম মানেই পিকনিক, হইহুল্লোড় । তারই মধ্যে দেখা যায় থার্মোকলের পাতা, আর ডিজের দাপট । যার ফলে পরিযায়ী পাখিদের আনাগোনাও বাধাপ্রাপ্ত হয় ৷ জঙ্গলের বন্যপ্রাণীদের এই সব বিপদ থেকে রক্ষা করতে দুর্গাপুরে তৎপর হল বন দফতর (Picnic Banned in Forest)৷ জঙ্গলে পিকনিকের উপর জারি হল নিষেধাজ্ঞা (Durgapur Forest department bans picnics in forest)৷
দক্ষিণবঙ্গের অন্যতম পিকনিকের কেন্দ্র পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার দেউল আর শ্যামরূপা মন্দির । রাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ আসেন পিকনিক করতে । জঙ্গলের মাঝেই এই দুই পিকনিকস্থল । তবে সেখানেও পিকনিকে তারস্বরে লাউড স্পিকার বাজিয়ে চলে ডিজে, ব্যবহার হয় থার্মোকল ও প্লাস্টিকের জিনিস । আবার শীতকালে আসা পরিযায়ী পাখির দল দেখেও অতি উৎসাহ ধরা পড়ে ৷ যার ফলে সমস্যা বাড়ে বন্য জীবজন্তু ও পশুপাখিদের (Wildlife news)৷
করোনা পরিস্থিতির পর থেকে জঙ্গলে বেড়েছে বন্য জীবজন্তুর সংখ্যা । জঙ্গল জুড়ে ঘুরে বেড়ায় প্রচুর ময়ূর । তারই মধ্যে জঙ্গলে লাউড স্পিকার বাজিয়ে পিকনিক করলে সমস্যায় পড়ে বন্য জীবজন্তুরা । অনেকে ময়ূরদের উত্যক্ত করে এবং ক্ষতি করার চেষ্টা করে । সেই কারণে বন্য প্রাণ এবং জাতীয় পাখিদের সুরক্ষিত রাখতে নয়া পদক্ষেপ করেছে বন দফতর । পিকনিক স্পটগুলিতে থার্মোকল, প্লাস্টিক বর্জন করার পরামর্শ দেওয়া হয়েছে । পাশাপাশি জঙ্গলের ভেতরে পিকনিকে নিষেধাজ্ঞা জারি করেছে বর্ধমান বনাঞ্চল ।