পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durgapur Defence Force দুর্গাপুরের অলিতে গলিতে বাইক নিয়ে ঘুরবে পুলিশের রক্ষক বাহিনী - দুর্গাপুরে বাইক নিয়ে ঘুরবে পুলিশের রক্ষক বাহিনী

দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টার আর সিটি সেন্টারের আশপাশে প্রতিনিয়ত ঘটে চলা ছোট বড় অপরাধমূলক কাজকর্ম রুখতে আরও তৎপর হল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (Durgapur Defence Force will Roam the Streets)।

Durgapur Defense Force
দুর্গাপুরের অলিতে গলিতে বাইক নিয়ে ঘুরবে পুলিশের রক্ষক বাহিনী

By

Published : Aug 16, 2022, 2:40 PM IST

দুর্গাপুর, 16 অগস্ট:মাঝেমধ্যেই দুর্গাপুরের অলিতে গলিতে মোবাইল কিংবা সোনার হার ছিনতাই, চায়ের দোকানের জটলা থেকে হাতাহাতি, বাজার এলাকায় সন্ধ্যা নামতেই মহিলাদেরকে ইভটিজিং, কিংবা প্রাতঃভ্রমণে বেরিয়ে বয়স্ক মানুষদেরকে অসুবিধায় পড়তে হয় (Durgapur Defence Force will Roam the Streets) ৷ তবে ভয় নেই এ বার থেকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রক্ষক বাহিনী ঘুরবে দুর্গাপুরের অলিতে গলিতে । সাধারণ মানুষের সুবিধা অসুবিধা হোক বা দুষ্কৃতী দমন সবেতেই আরও তৎপর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট । দুর্গাপুরের সিটিসেন্টার আর সিটিসেন্টারের আশপাশের অপরাধমূলক কাজকর্ম রুখতে আরও তৎপর হল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ।

দুর্গাপুর থানা এলাকার 10টি এলাকাকে এক একটি বিট হিসাবে চিহ্নিত করা হয়েছে । এই বিটগুলির তদারকি করবে 10 জন নোডাল অফিসার । 10টি বাইক দেওয়া হয় নোডাল অফিসারকে । সাধারণ মানুষের সমস্যা শুনতে নিত্যদিন পৌঁছে যাবে বিটের দায়িত্বে থাকা পুলিশ কর্তারা । যাতে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান হবে এবং দ্রুত অপরাধ দমন সম্ভব হবে বলেও আশাবাদী আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুধীরকুমার নীলকান্তম ।

দুর্গাপুরের অলিতে গলিতে বাইক নিয়ে ঘুরবে পুলিশের রক্ষক বাহিনী

আরও পড়ুন:মহিলাদের নিরাপত্তায় ঝাড়গ্রামেও মহিলা পুলিশের উইনার্স টিম

দুর্গাপুর সিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই পাইলট প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম । উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট অভিষেক গুপ্তা, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়-সহ দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরা । পুজোর আগে অপরাধমূলক ঘটনা ঘটতে থাকে । তাই দুর্গাপুরের মানুষ খুশি পুলিশের এই নয়া উদ্যোগে । অপরাধমূলক কাজকর্ম রুখে দিতে এই রক্ষক বাহিনী কতটা সফল হয় এখন তার দিকে তাকিয়ে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ ।

ABOUT THE AUTHOR

...view details