দুর্গাপুর, 16 অগস্ট:মাঝেমধ্যেই দুর্গাপুরের অলিতে গলিতে মোবাইল কিংবা সোনার হার ছিনতাই, চায়ের দোকানের জটলা থেকে হাতাহাতি, বাজার এলাকায় সন্ধ্যা নামতেই মহিলাদেরকে ইভটিজিং, কিংবা প্রাতঃভ্রমণে বেরিয়ে বয়স্ক মানুষদেরকে অসুবিধায় পড়তে হয় (Durgapur Defence Force will Roam the Streets) ৷ তবে ভয় নেই এ বার থেকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রক্ষক বাহিনী ঘুরবে দুর্গাপুরের অলিতে গলিতে । সাধারণ মানুষের সুবিধা অসুবিধা হোক বা দুষ্কৃতী দমন সবেতেই আরও তৎপর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট । দুর্গাপুরের সিটিসেন্টার আর সিটিসেন্টারের আশপাশের অপরাধমূলক কাজকর্ম রুখতে আরও তৎপর হল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ।
দুর্গাপুর থানা এলাকার 10টি এলাকাকে এক একটি বিট হিসাবে চিহ্নিত করা হয়েছে । এই বিটগুলির তদারকি করবে 10 জন নোডাল অফিসার । 10টি বাইক দেওয়া হয় নোডাল অফিসারকে । সাধারণ মানুষের সমস্যা শুনতে নিত্যদিন পৌঁছে যাবে বিটের দায়িত্বে থাকা পুলিশ কর্তারা । যাতে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান হবে এবং দ্রুত অপরাধ দমন সম্ভব হবে বলেও আশাবাদী আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুধীরকুমার নীলকান্তম ।