দুর্গাপুর, 26 ফেব্রুয়ারি : দুর্গাপুর মহকুমা হাসপাতালে বকেয়া বেতনের দাবিতে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ ৷ ‘গো ব্যাক’, ‘ওয়াক থু’ স্লোগানে এলাকা ছাড়তে হল বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইকেও (Contractual Labour Agitation in Durgapur Sub Divisional Hospital) ।
বকেয়া বেতনের দাবিতে গত চারদিন ধরে বিক্ষোভে নেমেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের অস্থায়ী ঠিকাকর্মীরা । আজ তাঁদের সঙ্গে কথা বলতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পিছু হটতে হল দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ককে । হাসপাতালে আন্দোলনরত অস্থায়ী কর্মীরা সাফ জানান, কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের তাঁদেরকে রাজনৈতিক ইস্যু হিসাবে ব্যবহার করাকে তাঁরা মানবেন না । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে ।
স্থানীয় তৃণমূল কাউন্সিলর দীপেন মাজি বলেন, ‘‘এটা বিজেপি নেতাদের চরিত্র । ইস্যু খুঁজে রাজনীতি করা । আজ মোক্ষম জবাব পেয়েছেন বিজেপি বিধায়ক ।’’ অন্যদিকে বিজেপি বিধায়ক বলেন, ‘‘রাজনীতি করতে সরকারি মহকুমা হাসপাতালে আসিনি । গরীব মানুষের অধিকার রক্ষার লড়াইকে সম্মান জানাতে, তাঁদের দাবি যাতে পূরণ হয় তার চেষ্টা করতে এসেছিলাম ।’’
বকেয়া বেতনের দাবিতে গত চারদিন ধরে বিক্ষোভে নেমেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের অস্থায়ী ঠিকাকর্মীরা আরও পড়ুন : Durpagur Fishplate Stealing : রাজবাঁধে রেললাইনের ফিশপ্লেট চুরি, আরপিএফের হাতে ধরা পড়ল দু‘জন
এই ইস্যুতে দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদারের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে দাবি বিজেপি বিধায়কের । তবে আন্দোলনকারীরা আজ বিজেপি বিধায়ককে যেভাবে স্লোগান দিয়ে এলাকাছাড়া করলেন, তাতে এটা স্পষ্ট যে তাঁরা এই আন্দোলনকে রাজনৈতিক রঙ দিতে নারাজ ।