পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Karnataka Election Result 2023: কর্ণাটকে জয়ের খুশিতে দুর্গাপুরে কংগ্রেসের মিষ্টি বিতরণ-আবীর খেলা - Assembly Election

কর্ণাটকে দলের জয় উদযাপন দুর্গাপুর কংগ্রেস নেতৃত্বের ৷ দুর্গাপুরের বেনাচিতি পাঁচমাথা মোড়ে মিষ্টি বিতরণ ও আবীর খেলে বিজয় উৎসব পালন করল কংগ্রেস নেতা কর্মীরা ৷ তাদের আশা এভাবেই আগামী দিনে ফের কেন্দ্রে ক্ষমতায় ফিরবে কংগ্রেস ৷

Karnataka Election Result 2023 ETV BHARAT
Karnataka Election Result 2023

By

Published : May 13, 2023, 9:44 PM IST

কর্ণাটকে কংগ্রেসের জয়ে খুশি হাওয়া দুর্গাপুরে

দুর্গাপুর, 13 মে: গত 2 বছরে বিধানসভা নির্বাচনে বিজেপির যে জয়যাত্রা শুরু হয়েছিল, তা আটকে গেল কর্ণাটকে ৷ রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’র ফল তাহলে কি মিলতে শুরু করল ? কর্ণাটকে ম্যাজিক ফিগারে পৌঁছে যাওয়া সেই দিকেই ইঙ্গিত করছে বলে দাবি কংগ্রেসের ৷ আর এই জয়ের আনন্দে শনিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিতি পাঁচমাথা মোড়ে বিজয় উৎসবে মাতল কংগ্রেস কর্মী-সমর্থকরা ৷ ব্যান্ড বাজিয়ে মিষ্টি বিতরণ ও আবীর খেলে বিজয় উৎসব পালন করা হয় ৷

বিজয় উৎসব থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করলেন কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী ৷ তিনি জানালেন, কর্ণাটকের এই ফলাফল আসলে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষের রায় ৷ বিজেপি জাতপাতের রাজনীতি করে বেশিদিন দেশের মানুষকে নিজেদের দিকে করে রাখতে পারবে না বলে মন্তব্য করলেন তিনি ৷ কর্ণাটকের মানুষ জাতপাতের রাজনীতির উর্ধ্বে উঠে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছে বলে জানান দেবেশ চক্রবর্তী ৷

পাশাপাশি, বেকারত্ব, কর্মসংস্থানের কথাও উঠে আসে তাঁর কথায় ৷ জয়ের আনন্দে ভেসে না গিয়ে কংগ্রেস নেতৃত্ব কর্ণাটকে কর্মসংস্থানের জন্য কাজ করবে ৷ মন্দির-মসজিদের ভেদাভেদ না করে, আরও বেশি শিল্প ও কলকারাখান তৈরি কংগ্রেস সরকারের লক্ষ্য হবে ৷ এ দিন পথ চলতি সাধারণ মানুষকেও কর্ণাটকে কংগ্রেসের জয়ে সামিল করল জেলা নেতৃত্ব ৷ পথচলতি সাধারণ মানুষের কপালে আবীর দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে উৎসব করল পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের নেতা-কর্মীরা ৷

আরও পড়ুন:'কর্ণাটকে পুঁজিবাদের বিরুদ্ধে গরিবের শক্তির জয়', বিজেপি 'সাফ' করে প্রতিক্রিয়া রাহুলের

শিল্পাঞ্চলের কংগ্রেস কর্মীদের আশা আগামী লোকসভা নির্বাচনে, ঠিক এভাবেই ধরাশায়ী হবে বিজেপি ৷ ফের কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার গঠিত হবে এমনই বিশ্বাস তাদের ৷ কর্ণাটকে গেরুয়া শিবিরের এই পরাজয় এবং কংগ্রেসের নব উত্থান সব রাজ্যেই নিচুতলার কর্মীদের মনোবল বাড়াবে বলে বিশ্বাস পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তীর ৷

ABOUT THE AUTHOR

...view details