পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 17 লাখ টাকা অনুদান দুর্গাপুর বণিকসভার - donation of 17 lac

আজ রাজ্য সরকারের পাশে দাঁড়াতে 17 লাখ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল দুর্গাপুর বণিকসভা ৷

মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 17 লাখ দান দুর্গাপুর বণিকসভার
মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 17 লাখ দান দুর্গাপুর বণিকসভার

By

Published : Apr 3, 2020, 5:20 PM IST

দুর্গাপুর, 3 এপ্রিল : কঠিন পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়াতে এগিয়ে এল দুর্গাপুরের বণিকসভা ৷ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 17 লাখ টাকা দিল তারা ৷ দুর্গাপুর নগরনিগমের মেয়রের হাতে আজ চেক তুলে দেওয়া হয় ৷

দেশজুড়ে লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সব কিছু ৷ দরিদ্রদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন অনেকে ৷ সরকারের তরফেও একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ সেই কথা মাথায় রেখেই আজ দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ়ের তরফে মেয়র দিলীপ অগস্থির হাতে 17 লাখ টাকার চেক তুলে দেওয়া হয় ৷ দুর্গাপুর বণিকসভার সভাপতি কবি দত্ত, সাধারণ সম্পাদক চন্দন দত্ত, ভোলা সাউ, সোনা চট্টোপাধ্যায় ও দুর্গাপুর নগরনিগমের দু'নম্বর বরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার এই চেক তুলে দিতে যান ৷

কবি দত্ত বলেন, "দেশ আজ এক পরীক্ষার মুখে ৷ আমরা বণিকসভার পক্ষ থেকে মনে করেছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে থাকা উচিত ৷ সরকার যেভাবে সবটা সামাল দিচ্ছে, তা দেখে আমরা অভিভূত ৷ তাই আমরা এই দুঃসময়ে সরকারের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম ৷" সাংবাদিকদের কাজের প্রশংসা করে তিনি বলেন, "যেভাবে সংবাদমাধ্যমের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ সংক্রমণ রুখতে সচেতন করছেন, তাতে তাঁদের প্রশংসা প্রাপ্য ৷"

দিলীপ অগস্থি বলেন, "এক চরম পরীক্ষার মুখোমুখি গোটা দেশ ৷ সংক্রমণ আটকানোটা একটা বড় চ্যালেঞ্জ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাস্তায় নেমে মোকাবিলা করছেন, তা বিরল ৷ বণিকসভাকে ধন্যবাদ ৷ তারা সরকারের পাশে এই অসময়ে থাকল ৷" শুধু ত্রাণ তহবিলে অর্থ দান নয়, বিভিন্ন বাজার এলাকায় অভুক্ত মানুষদেরও খাদ্যসামগ্রী পৌঁছে দেন বণিকসভার সদস্যরা ৷

ABOUT THE AUTHOR

...view details