লন্ডন : বাংলায় হোক বা প্রবাসে, দুর্গাপুজো মানেই বাঙালির আনন্দের সীমা নেই ৷ প্যান্ডেল হপিং থেকে শুরু করে খাওয়া-দাওয়া ৷ বাদ নেই কিছুই ৷ তাই লন্ডনের ব্রিস্টলে প্রবাসী সাংস্কৃতিক সমিতির তরফেও আয়োজন করা হয়েছে দুর্গাপুজোর ৷ এক বছর আগেই দুর্গাপুর থেকে নিয়ে যাওয়া হয়েছিল প্রতিমা ৷
ব্রিস্টলে প্রায় 40টি ভারতীয় পরিবার রয়েছে ৷ সেখানে থাকেন দুর্গাপুরের ভূমিপুত্র জয়জিৎ মিশ্র৷ কর্মসূত্রে প্রবাসী ৷ তিন বছর আগে তাঁর উদ্যোগে শুরু হয় দুর্গাপুজো ৷ প্রবাসী সাংস্কৃতিক কমিটিও তৈরি করেন তিনি ৷ বাংলার মতো লন্ডনেও তাঁরা সকলে মেতে ওঠেন দুর্গাপুজোয় ৷